রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তিন মাস কম ক্যালরির তরল খাবার খেলে বহুমূত্র রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব।


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : তিন মাস প্রতিদিন ৮৫০ ক্যালরিযুক্ত খাবার খেলে এবং ওজন কমাতে পারলে অন্তত দুই বছর টাইপ-টু ডায়াবেটিস থেকে মুক্ত থাকা সম্ভব। তারা বলেন বহুমুত্র রোগের জন্য নিয়মিত ওষুধ খাওয়া বন্ধ রাখতে এবং রোগ ঠেকিয়ে রাখতে এই পদ্ধতি একটা সমাধানের পথ।

বিশেষজ্ঞরা বলেন, আগে ধারণা করা হতো টাইপ-টু ডায়াবেটিস জীবনযাপনের কারণে হয়। একবার হলে সারা জীবন ভুগতে হবে এবং দিনে দিনে তা আরও খারাপের দিকে যাবে। কিন্তু নতুন এ গবেষণা সেই ধারণাকে পাল্টে দিয়েছে। যুক্তরাজ্যে প্রতি ১৬ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন টাইপ-টু বহুমুত্র রোগের শিকার। এ রোগে শরীরে শর্করা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নানাধরনের জটিলতা তৈরি হয়, যেমন দৃষ্টির সমস্যা, হৃদরোগ এবং অঙ্গহানি।

জো ম্যাকসোরলি থাকেন স্কটল্যান্ডের শহরের কাছে। তিনি ৫৮ বছর বয়স্ক। ছয় বছর আগে তার টাইপ-টু ডায়বেটিস ধরা পড়ে। চিকিৎসক দুরকম ওষুধ দেবার পরেও তার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিলো না । প্রথমদিকে তিনি যখন প্রতিদিন কম ক্যালরির তরল খাবার পরীক্ষামূলকভাবে খেতে শুরু করেছিলেন, তার খুব কষ্ট হয়েছিলো। ১২ সপ্তাহের মধ্যে তার ওজন ৯০ কেজি থেকে ৭৩ কেজিতে নেমে আসে।

তিনি বলেন, ‘আমার মনে হয়েছিলো এখন যতদিন বাঁচবো আমাকে ওষুধ খেয়ে যেতে হবে। তরল খাবার খেয়ে ওজন কমানোর পর আবার তরল ছেড়ে সবরকম খাবার শুরু করলেন তখনই ছিলো সবচেয়ে কঠিন সময়। এর দুবছর পর জো ম্যাকসোরলির ওজন ৭৭ কেজিতে স্থিতিশীল হয়। তখন জো প্রতিদিন নিয়মিত ব্যায়াম করেন এবং অবসরগ্রহণের পর মানুষকে জীবনযাপনের ধারা সম্পর্কে প্রশিক্ষণ দেবার কথা চিন্তাভাবনা করছেন।

স্কটল্যান্ডের মি. ম্যাকসোরলি সহ ১৪৯ জন ১২ থেকে ৩০ সপ্তাহ কম ক্যালরির খাবার খাওয়ার এক কর্মসূচিতে অংশ নেন। এক বছর পর এদের মধ্যে ৬৯ জন রোগমুক্ত হন। মাত্র ৪ শতাংশ রোগীকে শর্করা কমাতে ওষুধের সাহায্য নিতে হয়। দুবছর পর এদের মধ্যে ৫৩ জন রোগমুক্ত থেকে যান এবং তাদের কোনরকম ওষুধ খেতে হয় না। তরল খাবার খেয়ে ওজন কমানোর কর্মসূচিতে যোগ দেবার জন্য তাদের উৎসাহিত করা হয়।

এই গবেষণার সঙ্গে জড়িত অধ্যাপক রয় টেইলর বলছেন, এই ফলাফল বহুমুত্র রোগীদের জন্য খুবই আশাব্যঞ্জক। এতোদিন মনে করা হতো এ রোগ একবার ধরলে আর ফেরার পথ নেই সেই যুগের ওপর এবার যবনিকা ফেলার পথ খুলে গেছে।

লন্ডন কিংস কলেজের ড. নিকোলা গেস বলছেন ওজন কমানোটাই যে একমাত্র পথ তা এখুনি বলা যাবে না। কারণ খুব কম সংখ্যক হলেও কয়েকজন রোগীর ক্ষেত্রে এই রোগ আবার ফিরে এসেছে। এই রোগের নিরাময় বা প্রতিরোধ যে সকলের জন্য একভাবে কাজ করবে তা বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যের ডায়াবেটিস ইউকে সংস্থা যারা এই গবেষণার জন্য অর্থায়ন করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি