রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (৮ মার্চ) দুপুরে সদরঘাট নৌপুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সদরঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে জামসিদা নামে এক নারীর মরদেহ দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। জামসিদা নিখোঁজ দেলোয়ারের স্ত্রী এবং আহত অবস্থায় উদ্ধার হওয়া শাহজালালের বোন। স্বজনরা তার লাশ শনাক্ত করেছেন।’
তবে মরদেহের সঠিক পরিচয় এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এমনকি তিনি ডুবে যাওয়া ওই নৌকায় ছিলেন কিনা তাৎক্ষণিকভাবে তাও সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নৌপুলিশের হাসনাবাদ পুলিশ ফাঁড়ির পরিদর্শক খান শরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা এখনও লাশটির শনাক্তের বিষয়ে নিশ্চিত না। উদ্ধারের পর লাশের সুরতহাল প্রস্তুত করে মিডফোর্ট হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর এবং স্বজনরা নিশ্চিত করে বলতে পারলেই মরদেহের পরিচয় জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘গতকালের ঘটনায় মরদেহ এভাবে ফুলে উঠতে পারে না। তাই আমাদের অস্বাভাবিক লাগছে।’

জানা গেছে, নিহত নারীর শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত দশটার দিকে পুরান ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে যাত্রী পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। এতে ওই নৌকায় থাকা ছয়জন যাত্রী নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের ডুবুরিরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযানে নামেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি