শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে গানে মাতালেন মমতাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
লোকসম্রাজ্ঞী মমতাজ। মাটি-মানুষ ও শেকড়ের গান গেয়ে সঙ্গীত ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি নিজের জনপ্রিয়তার শীর্ষস্থানটি ধরে রেখেছেন। হয়েছেন সংসদ সদস্যও। তাই রাজনীতি আর সঙ্গীত দু’টোই সমানতালে চালিয়ে যাচ্ছেন এই ‘লোকমাতা’।

তারই ধারাবাহিকতায় কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে কুমিল্লায় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে জনপ্রিয় গানে মাতালেন তিনি।

এর আগে বিকেল সোয়া ৩ টায় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ও ক্রীড়া মশাল প্রজ্জ্বলন করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (বার) । এ সময় মাঠজুড়ে নানান রংয়ের বেলুন উড়ানো হয় । এরপর পুলিশ লাইন্সে ছয় তলা বিশিষ্ট শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ ভবন উদ্বোধন করেন আইজিপি।

পরে তিনি বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (বার)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী মিসেস হাবিবা জাবেদ ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার),পিপিএম। সভাপতিত্ব করেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত (কুমিল্লা দক্ষিণে অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লঅহ আল মামুন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত (কুমিল্লা উত্তরে অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিঃ পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মোঃ জাহাংগীর আলম, কুমিল্লা ডিএসবির অতিঃ পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান, অতিঃপুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তানভীর সালেহীন ইমন পিপিএম। সহকারি পুলিশ সুপার দেবিদ্বার সার্কেল) শেখ মোঃ সেলিম, সহকারি পুলিশ সুপার হোমনা সার্কেল) মোঃ সাইফুর রহমান আজাদ, সহকারি পুলিশ সার্কেল (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসানসহ সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি