শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আগামী ৩০ বছরেও ২৬ উপজেলা জাতীয় গ্রীডের আওতায় আসবে না


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

দেশের ২৬টি উপজেলাকে আগামী ৩০ বছরেও জাতীয় গ্রীডের আওতায় আনা সম্ভব হবে না। এ কারণে এই ২৬টি উপজেলায় সৌর বিদ্যুতই হবে একমাত্র ভরসা। উল্লেখিত ২৬টি উপজেলা দেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। যেখানে আগামী ২৫ থেকে ৩০ বছরের মধ্যেও জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না, এমন আশঙ্কা ব্যক্ত করেছে সংশ্লিষ্ট বিভাগ।

এই আশঙ্কা থেকেই আপাতত সোলার প্যানেলের মাধ্যমে এসব এলাকা আলোকিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্দেশে সরকার দেশের “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (১ম সংশোধন)- শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে। যা একনেকের অনুমোদনও পেয়েছে। পরিকল্পনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সোলার প্যানেলর মাধ্যমে এই ২৬টি উপজেলাকে আলোকিত করতে নেওয়া প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৬ লাখ টাকা। এর পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে। এটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি এ বছরের ৩০ জুনের মধ্যে বাস্তবায়িত হবে।

প্রকল্পের পটভূমি বর্ণনা করতে গিয়ে পরিকল্পনা কমিশন জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ”-শীর্ষক প্রকল্পটি গত ২০১৫ সালের ২৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। তখন প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছিলো ৪০ কোটি টাকা।

গত ২০১৭ সালের ১৬ জুলাই অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সেই সময়কার প্রতিমন্ত্রী (বর্তমান মন্ত্রী) বীর বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি সোলার প্যানেলের মাধ্যমে মোবাইল চার্জ এবং টেলিভিশন ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করে ডিপিপি সংশোধন করার নির্দেশনা দেয়। ওই নির্দেশনার প্রেক্ষিতে ৪৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৫ সাল থেকে বাড়িয়ে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয় এবং প্রকল্পের প্রথম সংশোধনের প্রস্তাব করা হয়।

পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকল্পটিতে অতিরিক্ত ৫ হাজারটি সোলার সিস্টেম অন্তর্ভুক্ত করার লক্ষ্যে পরিকল্পনা কমিশনে ডিও পত্র পাঠানো হয়। ওই ডিও’র প্রেক্ষিতে পরিকল্পনা কমিশন থেকে আরও অতিরিক্ত ৫ হাজারটি সোলার সিস্টেম অন্তর্ভুক্তি করে পুনর্গঠিত ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়।

পিইসি সভার সুপারিশ এবং ডিও পত্রের প্রস্তাব মতে পাওয়া পুনর্গঠিত ডিপিপিতে খাতভিত্তিক পরিমাণ ও কতিপয় ক্ষেত্রে স্পেসিফিকেশন পরিবর্তন হওয়ায় এবং মোট ব্যয় বৃদ্ধি পাওয়ায় ২০১৮ সালের ৫ এপ্রিল দ্বিতীয় দফা পিইসি সভা অনুষ্ঠিত হয়। সভায় কতিপয় শর্ত প্রতিপালন সাপেক্ষে মোট ৭৬ কোটি ৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি ২০১৯ সালের ৩০ জুন মেয়াদে অনুমোদনের জন্য সুপারিশ করলে একনেক তা অনুমোদন করে।

এ প্রকল্পের আওতায়, ১০ হাজার ৮৯০ সেট সোলার হোম সিস্টেম স্থাপন করা হবে। এর মধ্যে ৬৫ ওয়াট পিক ক্ষমতা সম্পন্ন ৫ হাজার ৮৯০ সেট। ১০০ ওয়াট পিক ক্ষমতা সম্পন্ন ৫ হাজার সেট। ২ হাজার ৮১৪ সেট সোলার কমিউনিটি সিস্টেম স্থাপন করা হবে।

এরমধ্যে ১২০ ওয়াট পিক ক্ষমতা সম্পন্ন ৪৭৫ সেট, ২৫০ ওয়াট পিক ক্ষমতা সম্পন্ন ২৪ সেট, ৩২০ ওয়াট পিক ক্ষমতা সম্পন্ন ২ হাজার ৩১৫ সেট, ২০ ওয়াট পিক মোবাইল চার্জার সংযুক্তকরণ ৫ হাজার ৮৯০ সেট। এ প্রকল্পের আওতায় ১৩ হাজার ৭০৯ জনকে প্রশিক্ষণও দেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি