শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রেলের টিকেট কাটা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

কালোবাজারি ঠেকাতে সব আন্তনগর ট্রেনের টিকিট মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী মাস থেকেই শুরু হচ্ছে এই কার্যক্রম, জানিয়েছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলের টিকেটিং সেবা সহজ করা ও যাত্রী দুর্ভোগ কমাতে এই সেবা ব্যবহার করা যাবে ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিকাশ ও জাতীয় ওয়ালেটের মাধ্যমে টাকা পরিশোধ করে।

রেলমন্ত্রী আরো বলেন, ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধ করার জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে সাতটি আন্তঃনগর ট্রেনের টিকেট কাটার ব্যবস্থা করেছিলাম এবং এর ইতিবাচক ফল পেয়েছি। হয়রানি অনেকটা কমেছে। আসন্ন ঈদকে সামনে রেখে এখনি প্রস্তুতি নিতে হবে। এজন্য একটি অ্যাপ তৈরির কাজও চলছে। এপ্রিল মাসের মাঝামাঝি অ্যাপটি উদ্বোধন করা হবে। ঈদে যাত্রীরা ট্রেনের টিকেট অ্যাপের মাধ্যমে বসেই সংগ্রহ করতে পারবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি