শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের অনুপ্রেরণায় ‘তর্জনী’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হলো চলচ্চিত্র ‘তর্জনী’র অফিশিয়াল ফার্স্ট লুক পোস্টার। শিমুল খান মোশন পিকচার্স প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতী।

তর্জনী ছবিটির গল্প লিখেছেন যৌথভাবে নির্মাতা সোহেল রানা বয়াতী এবং শাহাদাত রাসেল। আর ছবিটির চিত্রনাট্য লিখছেন শাহাদাত রাসেল। ছবিটি মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের অনুপ্রেরণায় এগিয়ে যাওয়া তিনটি সময়ের প্রেক্ষাপটে তিনটি আবেগী গল্পে নির্মিত হচ্ছে। যেই তিনটি গল্পই দুই ঘণ্টা ব্যাপ্তিকাল এই ছবিটিতে অরৈখিক ধাঁচে এগিয়ে যাবে।

আগামী ১লা মে থেকে ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি জেলায় তিন লটে শুটিং চলবে তর্জনী চলচ্চিত্রের। ছবিটি মুক্তি দেওয়া হবে আগামী বছরের ৭ মার্চ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি