রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বাধীনতার দিবস বাঙালির গৌরবের দিন!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : এই সেই দিন, আটচল্লিশ বছর আগে যেই দিনটিতে বাংলার মানুষ বলেছিলো তাদের প্রথম ও প্রধান পরিচয় ‘বাঙালি’, আর সেই আত্মপরিচয়ের ভিত্তিতে ঘোষণা করেছিলো যে তারা স্বাধীন ও সার্বভৌম! ধর্ম-বর্ণ নির্বিশেষে ‘বাঙালি’ আত্মপরিচয়ের ভিত্তিতে পূর্ব-বাংলার মানুষ অভ্যন্তরীণ ঔপনিবেশিক পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়েছিলো এক অসম যুদ্ধ-বীরদর্পে জীবন বাজি রেখে- একটি স্বাধীন রিপাবলিক গঠন করে সাম্য, মনুষ্য-মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে।

বাঙালির স্বাধীনতার ৪৮তম বর্ষ-পূর্তিতে এ-জাতির একজন হিসেবে আমি বাঙালি আত্মপরিচয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াই। তবে ভাবি, আমাদের যেতে হবে আরও দূর! কারণ ১৯৭১ সালে প্রতিশ্রুত সেই রাষ্ট্রটি প্রকৃত অর্থে একটি ‘রিপাবলিক’ হিসেবে গড়ে উঠেনি, যেখানে সকলের জন্যে সাম্য, মনুষ্য-মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

বাঙালি জাতির জন্যে সর্বোচ্চ গৌরবের আজকের এই দিনটিতে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সেই বীরদের যাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে আমি এক স্বাধীন জাতির সদস্য! সেই সাথে প্রতিশ্রুতি শাণিত করছি আগামী দিনের চূড়ান্ত মুক্তির সংগ্রামের! লন্ডন, ইংল্যান্ড।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি