রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কিডনির অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছাড়লেন পেলে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। কিডনিতে পাথরজনিত সমস্যার অপারেশনের দুদিন পর সাও পাওলো হাসপাতাল ছেড়ে নিজের বাড়িতে গেছেন জীবন্ত এ কিংবদন্তী।

তিনবারের বিশ্বকাপজয়ী এ তারকা ফুটবলার গত সপ্তাহে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মূত্রনালিতে সমস্যার কারণে ফ্রান্স থেকে ফেরার পর তিনি চিকিৎসার জন্য সেখানে যান।

হাসপাতাল থেকে বলা হয়েছিল ‘৭৮ বছর বয়সী এ তারকার কিডনিতে পাথর ধরা পড়েছিল। সেটা অপারেশন করে অপসারণের পর আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার অস্ত্রোপচারটা সফলভাবেই সম্পন্ন করা হয়েছে।’

ফুটবল ইতিহাসের বরপুত্র খ্যাত পেলে গত সপ্তাহে ফ্রান্সে গিয়েছিলেন কিলিয়েন এমবাপের সঙ্গে বিজ্ঞাপন সংক্রান্ত এক কাজে।

সেখানেই অসুস্থতা অনুভব করেন পেলে। সেখান থেকেই সরাসরি তার নিজ এলাকা সাও পাওলোতে চলে যান।

পেলে তার ক্যারিয়ারে মোট তিনবার বিশ্বকাপের শিরোপা জিতেছেন। ১৯৫৮, ৬২ ও ৭০ সালে ট্রফি ঘরে তুলেছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি