রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » ম্যানেজিং কমিটির পুণঃনির্বাচন ও প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


ম্যানেজিং কমিটির পুণঃনির্বাচন ও প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০১৯

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের কথিত ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিল ও পুণঃনির্বাচন এবং প্রধান শিক্ষককে অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অভিভাবক ও এলাকাবাসী। শনিবার বেলা ১১টায় অভিভাবকদের আয়োজনে ওই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন এবং গৌরীপুর-হোমনা সড়কে বিক্ষোভ অনুষ্টিত হয়।

পরে এক প্রতিবাদ সভায় উপস্থিত অভিভাবকরা বলেন, প্রধান শিক্ষক যোগদানের পর থেকে আভ্যন্তরীন অডিট না করায় বিদ্যালয়ের আর্থিক অব্সরকারী বিধিবহির্ভূত অতিরিক্ত ২টি মিড টার্ম পরীক্ষার নামে বিনা রশিদে ফি গ্রহণ করে নামে মাত্র কিছু টাকা খরচ করে বাকী সব টাকা আত্মসাৎ করেন।

আর দূর্নীতি চাপা রাখতে এবং অর্থ লুটপাটের উদ্দেশ্যে বিনা ইন্টারভিউতে আপন ভাগিনাকে করনিক পদে নিয়োগ করেন এবং ক্যাশের দায়িত্ব দেন। আমরা এ প্রধান শিক্ষকের অপসারণ এবং পুনঃনির্বাচন চাই।

উল্লেখ্য যে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য গত ২৮ মার্চ উপজেলা সমাজসেবা অফিসার সেতারুজ্জামানকে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়। ৩১ মার্চ তিনি নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিলে ৩, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ ও জমা করার দিন ধার্য করা হয়। তফসিলে ২৩ এপ্রিল নির্বাচনের দিন ধার্য করা হলেও চার জনের বেশি কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেনি। ৬ ও ৭ এপ্রিল অভিভাবক দেলোয়ার, আক্তার ফকির, বশির আহম্মদ মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে অফিস বন্ধ এবং বাঁধার সম্মুক্ষিন হন।

পরে তারা নির্বাচনী তফসিল বহুল প্রচার হয়নি এবং বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে কুমিল্লা জেলা প্রশাসক ও শিক্ষাবোর্ডসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান থাকায় ১৮ এপ্রিল নির্বাচন স্থগিত করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম নির্বাচন স্থগিত করার পর দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সমাজসেবা অফিসার সেতারুজ্জামান তরিগড়ি করে পিছনের তারিখ দেখিয়ে(১৫ এপ্রিল) চুড়ান্ত ফলাফল ঘোষণা করে। এদিকে ২৩ এপ্রিল নির্বাচন কর্মকর্তা সেতারুজ্জামানের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হবে না বলে কারন দর্শানোর নোটিশ দেন উপজেলা নির্বাহী অফিসার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি