শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এখনো জমেনি ঈদের কেনাকাটা, আগামী সপ্তাহে জমে উঠবে ঈদ বাজার প্রত্যাশা বিক্রেতাদের


এখনো জমেনি ঈদের কেনাকাটা, আগামী সপ্তাহে জমে উঠবে ঈদ বাজার প্রত্যাশা বিক্রেতাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

এরইমধ্যে ঈদ উপলক্ষে টুকটাক কেনাকাটা শুরু হয়ে গেছে। তবে রাজধানীর শপিংমলগুলো জমে ওঠতে আরও কয়েকদিন সময় লাগবে। দোকানিরা বলছেন, মূলত ১৫ রোজার পর কেনাকাটা জমতে শুরু করবে।

শুক্রবার (১০ মে) রাজধানীর বসুন্ধরা সিটিতে দেখা গেছে, বাইরে খরতাপ সত্ত্বে ও কেনাকাটা করতে আসা মানুষের আনাগোনা নেহায়েতই কম। কয়েকজন ক্রেতা বলেন, ঈদের কেনাকাটা তেমন শুরু করেননি, দর-দাম যাচাই করতে এসেছেন।

মিথিলা আহমেদ নামে মিরপুরের এক তরুণী জানান, প্রতিবছর রমজান শুরু হওয়ার চার-পাঁচ দিনের মধ্যেই পোশাক-আশাক কেনাকাটা করে থাকি। এবারও এসেছি। তবে এখন যাচাই-বাছাই করে দেখছি। পছন্দ এবং সাধ্যের মধ্যে হলে আজই কেনাকাটা করবো।

উত্তরা থেকে আসা নিকল ও আফ্রা দুই ভাইবোন। তারা জানান, বাবা প্রবাসে থাকেন। আমাদের জন্য টাকা পাঠিয়েছেন, সেই টাকা দিয়ে ঈদের কেনাকাটা করবো। তারা জানান, পোশাক পছন্দ হলে আজই কেনাকাটা সেরে ফেলার ইচ্ছা রয়েছে তাদের।

মধ্য রমজানে কেনাকাটা জমে উঠবে। তবে এরইমধ্যে নানা রঙের ফ্যাশনের পোশাকের সমাহার ঘটিয়েছেন দোকানিরা।

বিক্রেতাদের প্রত্যাশা, আগামী সপ্তাহে জমে উঠবে ঈদ বাজার। এখন গরমে মানুষ বাসাবাড়ি থেকে যানজট উপেক্ষা করেই শপিংমলগুলোতে আসতে সাহস পাচ্ছেন না। অনেকেই পরিবারের সবচেয়ে নবীন আর প্রবীণ সদস্যদের জন্য পোশাক কেনাকাটা করছেন। বিক্রেতারা চেষ্টা করছেন নানা কৌশলে ঈদ ফ্যাশনের প্রতি ক্রেতাদের নজর কাড়তে।

আগামী শুক্রবার থেকে কেনাকাটার ধুম পড়বে বলে আশা প্রকাশ করছেন সীমান্ত স্কয়ার, বসুন্ধরা, শ্যামলীর ব্যবসায়ীরা। তারা বলেন, সবেমাত্র ৪ দিন অতিবাহিত হয়েছে রমজানের। দেখা যাক সামনে কী হয়।

বসুন্ধরা শপিং মলের আলম নামে এক ব্যবসায়ী জানান, আসন্ন ঈদুল ফিতরে অন্য বছরের তুলনায় ঈদ আইটেমের দাম সাধ্যের মধ্যে থাকবে। তিনি বলেন, অতীতের চেয়ে মানুষ এখন সচেতন আর মান সম্পন্ন পোশাক কিনতে আগ্রহী। তাই প্রতিযোগিতার বাজারে দাম কমই হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি