রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশের প্রথম বাংলায় কথাবলা ‘রোবট-লী’ গাইছে জাতীয় সঙ্গীত, জানে মুক্তিযুদ্ধের ইতিহাসও


দেশের প্রথম বাংলায় কথাবলা ‘রোবট-লী’ গাইছে জাতীয় সঙ্গীত, জানে মুক্তিযুদ্ধের ইতিহাসও


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

সরকারের আইসিটি ডিভিশনের ১০ লাখ টাকা ফান্ডের সহায়তায় দেশের প্রথম বাংলায় কথাবলা রোবট তৈরি করেছে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একটি দল। কৃত্তিম বুদ্ধিমত্তার এই রোবটটি মানুষের মতই হাঁটতে পারে, বাংলায় কথা বলতে পারে এবং জানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসও ।

আরো বিশেষত্ব এতে যোগ হয়েছে এখন সে নাচ,গান, কবিতাসহ নতুন কোনো অতিথি দেখলে তাকে শুভেচ্ছা ও সালামও প্রদর্শন করতে পারে। প্রায় ৩০ কেজি ওজনের ৪ ফুট ১ ইঞ্চি উচ্চতার ‘লী’ এখন বাংলাদেশের নতুন বিস্ময় প্রযুক্তি।

প্রায় ৩ বছর ধরে শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নওশাদ সজীবের নেতৃত্বে মেহেদী হাসান, সাইফুল ইসলাম, মোহাম্মদ সামীউল হাসান এবং জিনিয়া সুলতানা জ্যোতির টিম ফ্রাইডে ল্যাব এটি তৈরী করেছে।

রোবট আবিস্কারক এক শিক্ষার্থী জানিয়েছেন, আমাদের সপ্ন উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে উন্নতমানের রোবট তৈরী সোফিয়ার মতো রোবট গুলিকে দেশের বিপুল অর্থ ব্যায়ে আনতে না হয় । আমরাই যেনো উন্নত মেটারিয়াল দিয়ে রোবট তৈরী করে নিজের দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি