শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সবগুলো টিভি চ্যানেল সেবা নেওয়ার ব্যাপারে চুক্তি করেছে, বললেন আইসিটি মন্ত্রী


বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সবগুলো টিভি চ্যানেল সেবা নেওয়ার ব্যাপারে চুক্তি করেছে, বললেন আইসিটি মন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

একদিন পরই পূর্ণ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর উপক্ষেপণের এক বছর। এক বছরে কি পেলো বাংলাদেশ? বাণিজ্যিক যাত্রা কতটুকু সফল হয়েছে? টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার শনিবার ডয়চে ভেলেকে এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তর দেন।‘‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১এর যাত্রার শুরুতেই বাংলাদেশের সবগুলো টিভি চ্যানেল এই স্যাটেলাইট থেকে সেবা নেওয়ার ব্যাপারে চুক্তি করেছে। রোববার থেকে তারা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করবে৷

তিনি বলেন, এ ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৯ মে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ওই দিন বঙ্গবন্ধু স্যাটেলাইটের বহুমুখী ব্যবহারের উপর কয়েকটি প্রদর্শনী হবে। এর মধ্যে রয়েছে অনলাইন ব্যাংকিং লেনদেনে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সব টিভি চ্যানেলকে স্যাটেলাইটের আওতায় আনা এবং ভাসানচরে (যেখানে রোহিঙ্গাদের স্থানান্তরের কথা রয়েছে) ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে এই স্যাটেলাইটের মাধ্যমেই। এছাড়া স্যাটেলাইট থেকে কেবল টিভি দেখার সেবা ‘ডাইরেক্ট টু হোম’ বা ডিটিএইচ সেবাও নিশ্চিত করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি