রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মাছ-মাংস-দুধে এন্টিবায়োটিক হারিয়ে যাচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা, বললেন চিকিৎসকেরা


মাছ-মাংস-দুধে এন্টিবায়োটিক হারিয়ে যাচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা, বললেন চিকিৎসকেরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ওষুধ হিসেবে এন্টিবায়োটিক না খেলেও নিস্তার পাচ্ছে না মানুষ। খাদ্যচক্রের মাধ্যমেও ধ্বংস হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। মাছ-মাংস-দুধে মিশে থাকা এন্টিবায়োটিক যাচ্ছে মানব শরীরে। যা পরবর্তীতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধে ব্যর্থ হচ্ছে।

বয়স মাত্র ১৫দিন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক নবজাতক। রাজধানীর শিশু হাসপাতালের আইসিইউতে এই নবজাতকের পাশেই আরেক শিশু সিন্থিয়া। দুজনই সংক্রমণের শিকার। তবে, দুই শিশু কারো শরীরেই কাজ করছেন না কোনো এন্টিবায়েটিক। ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সফিউল হক বলেন, একটাই কারণ মনে করছি, আমরা এন্টিবায়োটিকের মিস ইউস, ওভার ইউস করছি এবং সব সময় সঠিক এন্টিবায়োটিকে চিকিৎসা করছি না।

শুধু শিশু নয়, ওষুধ হিসেবে এন্টিবায়োটিক না খেয়েও রোগ প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছেন বয়স্করাও। গরু মুরগিও মাছের খামার ঘুরে দেখা গেছে সেখানে নির্বিচারে চলছে এন্টিবায়োটিকের ব্যবহার। অর্থাৎ গরুর যত রোগই হোক, ওষুধ একটাই। আর তা হলো এন্টিবায়োটিক। এমনিভাবে পোল্ট্রি শিল্পেও এন্টিবায়োটিকের লাগামহীন প্রয়োগ হচ্ছে। আর মুরগির বিষ্টা খাওয়ানো হচ্ছে মাছকে। মুরগি ও গরুর খাদ্যেও মেশানো হচ্ছে এন্টিবায়োটিক।

জনস্বাস্থ্য ইনস্টিউটের গবেষণায় দেখা গেছে, গরুর দুধে ভয়াবহ মাত্রায় চার ধরনের এন্টিবায়োটিক পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন, গরু মুরগি মাছ ডিম ও দুধের মাধ্যমে এন্টিবায়োটিক যাচ্ছে মানুষের শরীরে। আর এভাবেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কার্যক্ষমতা। মানুষের খাদ্যে এন্টিবায়োটিকের অপপ্রয়োগ বন্ধ না হলে ভবিষ্যতে সামান্য রোগেই প্রাণহানির আশঙ্কা করছেন চিকিৎসকেরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি