শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রমজান মাসে চলছে ক্লাস, কিন্ডারগার্টেনগুলো মানছে না সরকারি নিয়ম


রমজান মাসে চলছে ক্লাস, কিন্ডারগার্টেনগুলো মানছে না সরকারি নিয়ম


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন। এই বে-সরকারি প্রতিষ্ঠান কিন্ডারগার্টেনগুলো সরকারি বই পেলেও মানছে না কোনো সরকারি নিয়ম নীতি। এমন চিত্র দেখা যাচ্ছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়। সরকারি নিয়ম নীতি অপেক্ষা করে তারা চালিয়ে যাচ্ছেন তাদের ক্লাস।

পহেলা রমজান থেকে সারা দেশের ন্যায় রাণীশংকৈলের সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও বন্ধ হচ্ছে না কিন্ডারগার্টেনগুলো। সরেজমিনে গিয়ে দেখা যায় , নবধারা বিদ্যা নিকেতন, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ, দি মর্ডান কিন্ডারগার্টেন ,নেকমরদ আইডিয়াল কিন্ডার গার্টেন,দি মিলেনিয়াম কিন্ডারগার্টেন,দি সানরোজ কিন্ডার গার্টেন ধর্মগড়, কুলিক প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ ,রাণীশংকৈল ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ, পৌরশহরের দি সানরাইজ কিন্ডার গার্টেনসহ ৩১টি কিন্ডার গার্টেন চালিয়ে যাচ্ছেন তাদের শিক্ষা কার্যক্রম। কাউকে তোয়াক্কা না করে এই শিক্ষা প্রতিষ্ঠান মানছেন না সরকারি আইন। এলাকার সুধিমহল জানান,এইসব শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসে দিব্বি চালিয়ে যাচ্ছেন তাদের শিক্ষা কার্যক্রম। সরকার রমজানে ছুটির নির্দেশ দিলেও মানচ্ছেননা প্রতিষ্ঠানের প্রধানরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, আমার বাচ্চার স্কুল বন্ধ তবে শহরের নবধারা বিদ্যা নিকেতন, দি সানরাইজ কিন্ডার গার্টেন,মেরিট কেয়ারসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এটা আমার শিক্ষা অধিদপ্তরের কাছে প্রশ্ন।

রাণীশংকৈল উপজেলা বে-সরকারি কিন্ডারগার্টেন স্কুল সমিতি”র সভাপতি এবং দি সানরাইজ কিন্ডারগার্টেন এর প্রধান মোস্তফা কামাল বলেন, আমার স্কুল ১৫ রোজা পর্যন্ত খোলা থাকবে।এই সমিতির সম্পাদক দি মর্ডান কিন্ডারগার্টেনএর প্রধান মঞ্জুরুল আলম বলেন, ২০ রোজা পর্যন্ত ক্লাস চলবে।

মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ এর প্রধান মতিউর রহমান বলেন, ১৫ রোজা পর্যন্ত ক্লাসখোলা থাকবে। নবধারা বিদ্যা নিকেতন এর ভারপ্রাপ্ত প্রধান ফারমুন্নাহার বলেন, ২৩ তারিখ পর্যন্ত খোলা থাকবে।আল হিকমা এনলাইটেন্ড স্কুল এর প্রধান মিজানুর রহমান বলেন, ২৭ রমজান পর্যন্ত খোলা থাকবে।

রমজান উপলক্ষে স্কুল বন্ধ কবে হবে জানতে চাইলে সমিতির সম্পাদক মঞ্জুরুল আলম বলেন, সমিতিতে এই ব্যাপারে এখনও কোনো আলোচনা করা হয়নি।

এবিষয়ে রাণীশংকৈল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা মোকসেদুর রহমান বলেন, কিন্ডারগার্টেন গুলো আমাদের নিয়ন্ত্রনে নাই। এরা চলে কিন্ডারগার্টেন সমিতির নিয়মে।

সরকারি ভাবে এইসব প্রতিষ্ঠান রমজান উপলক্ষে বন্ধের নিয়ম আছে কিনা জানতে চাইলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা বলেন, সরকারিভাবে বন্ধের নির্দেশে আছে কিনা আমাকে জানতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি