সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দুদকের ২২ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার কমিশনের আদেশক্রমে সচিব মুহম্মদ দিলোয়ার বখতের স্বাক্ষরিত গেজেটটি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে এর ৫০০০ কপি প্রিন্ট ভার্সন প্রকাশ করতে সরকারি প্রেসে পাঠানো হয়েছে।

এদিকে সংশোধিত বিধিমালার গেজেট হওয়ার পর থেকেই পুরনো বিধির কার্যকারিতা স্থগিত হয়ে গেছে। নতুন বিধি অনুযায়ী দুর্নীতির যে কোনো অভিযোগের মামলা প্রতিষ্ঠানটির নিজ দফতরেই করা হবে। আজ থেকেই এ কার্যক্রম শুরু হচ্ছে। ধারণা করা হচ্ছে- ডিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার মধ্য দিয়ে দুদক কার্যালয়ে মামলা দায়েরের আনুষ্ঠানিক কার্যক্রমটি শুরু হবে।

রোববারই মামলাটি হওয়ার কথা ছিল। কিন্তু গেজেট প্রকাশ হতে একটু দেরি হওয়ায় এবং গেজেট অনুযায়ী কার্যক্রম শুরু করতে কিছু অফিসিয়াল সিস্টেম অনুসরণ করতে গিয়ে আজ মামলাটি হতে পারে। যদিও রোববারই দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে গঠিত তিন সদস্যের টিম ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলার সুপারিশসহ তাদের অনুসন্ধান প্রতিবেদন দাখিল করে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য যুগান্তরকে বলেন, দুদক আইনের বিধিমালা সংশোধনের ফলে মামলা দায়ের করতে থানায় যেতে হবে না। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুদকের স্বকীয়তা আরও বিকশিত হবে। কমিশনের গতি আরও বৃদ্ধি পাবে। তিনি জানান, দুদকের সমন্বিত ২২টি জেলা কার্যালয়ে এসব মামলা করা হবে। তবে সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয় এবং আটটি বিভাগীয় কার্যালয়ে কোনো মামলা করা হবে না।

দুদকের নতুন বিধি অনুযায়ী এমনকি কেউ যদি থানায় দুর্নীতির অভিযোগ করেন, সেক্ষেত্রে পুলিশ সেটি সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করে অনুসন্ধানের জন্য দুদকে পাঠাবে। শুধু তাই নয়, দুদক চাইলে গুরুত্ব বিবেচনায় যে কোনো অভিযোগ দীর্ঘ সময় ধরে অনুসন্ধান না করে সরাসরি মামলা করতে পারবে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, করদাতার আয়কর রিটার্ন ফাইল ও ব্যাংক হিসাব সরাসরি তলব করতে পারবে দুদক। এছাড়া মামলা বা রায় হওয়ার আগে এমনকি মামলার আগেও সন্দেহভাজন দুর্নীতিবাজের সম্পদ ক্রোক বা ফ্রিজ (অবরুদ্ধ) করা যাবে। আর দুদকের অনুসন্ধান সংক্রান্ত বিদ্যমান সময়সীমা হবে ১৫ দিনের পরিবর্তে ৪৫ দিন। ম্যাজিস্ট্রেট আদালতের পরিবর্তে সরাসরি বিশেষ জজ আদালতে মামলার চার্জশিট দাখিল করা যাবে।

অনুসন্ধান ও তদন্তকাজে দুদকের ক্ষমতা বাড়িয়ে সংশোধিত বিধিমালার খসড়াটি সম্প্রতি আইন মন্ত্রণালয় অনুমোদন করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। ১৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুদককে চিঠি দিয়ে মতামত জানতে চাওয়া হয়। ১৭ জুন কমিশনের পক্ষ থেকে দুদক সচিব মুহম্মদ দিলোয়ার বখত মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে চিঠি দিয়ে জানান, সব কিছু ঠিক আছে। বিধিমালাটি গেজেট হিসেবে ৫০০০ কপি প্রকাশে ব্যবস্থা গ্রহণের জন্যও অনুরোধ জানান তিনি।

দুদকে এজাহার দায়েরের যৌক্তিকতা প্রসঙ্গে দুদকের বিধিমালায় বলা হয়- ‘২০০৪ সালের আইন অনুযায়ী দুদক স্বাধীন। এ সংস্থার নিজস্ব অনুসন্ধান ও তদন্তকারী কর্মকর্তা আছে। মামলা পরিচালনার জন্য আছে নিজস্ব প্রসিকিউশন ইউনিট। দুদকের তফসিলভুক্ত যে কোনো অপরাধের জন্য থানায় এজাহার দায়ের বা থানার প্রতি মুখাপেক্ষী থাকা কমিশনের স্বাধীন ও স্বশাসিত সত্তার পরিপন্থী। এছাড়া থানায় এজাহার দায়েরের অবাধ সুযোগ থাকায় অযথা হয়রানির আশঙ্কাও থাকে।’

দুদকের বিধিতে ‘জ্ঞাত আয়’ সম্পর্কিত সংজ্ঞা না থাকায় তা সংজ্ঞায়িত করা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তার কার্যক্রম তদারক করা, তদারককারী কর্মকর্তা ও তার দায়িত্ব সুনির্দিষ্ট করে দেয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। সম্পদের হিসাব দাখিলের সময়সীমা (৭ কার্যদিবসের পরিবর্তে) ২১ কার্যদিবস করা হয়েছে। ২১ কার্যদিবসেও যদি সংশ্লিষ্ট ব্যক্তি তার সম্পদ ও দায়দেনার হিসাব দিতে না পারেন, তাহলে আরও ১০ কার্যদিবস চেয়ে দুদকে আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ নোটিশ পাওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি তার স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়দেনার হিসাব দিতে পারবেন।

দুদক তদন্ত রেজিস্টার সংরক্ষণ করবে। অপরাধ সংঘটনের স্থানীয় অধিক্ষেত্র জেলায় মামলা করতে হবে। তদন্তকারী কর্মকর্তার কাজ তদারককারী কর্মকর্তার নজরদারিতে থাকবে। তদন্ত কর্মকর্তা তার তদন্তকাজ দৈনন্দিন ডায়েরিতে সংরক্ষণ করবেন। সংরক্ষিত ডায়েরির অনুলিপি তদন্ত প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করে দেবেন। বিধির ১৪ ধারায় বলা হয়েছে, আইনের তফসিলভুক্ত কোনো অপরাধের বিষয়ে কমিশনের কোনো কার্যালয়, থানা বা সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগ দাখিল করার ক্ষেত্রে কমিশনের পূর্বানুমোদনের আবশ্যকতা নেই।

বিধিতে আরও বলা হয়, আদালতের নির্দেশে কারও সম্পদ ক্রোক বা ফ্রিজ করা হলে তা হস্তান্তর বা বিক্রি করা যাবে না। ব্যাংক হিসাব জব্দ করা হলে শাখা ম্যানেজারকে জানাবে দুদক। কারও শেয়ার, ডিবেঞ্চার বা স্টক ক্রোক করা হলে তার আদেশ স্টক এক্সচেঞ্জ ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে জানাবে দুদক। একইভাবে আকাশযান, জলযান বা স্থলযান ক্রোক করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হবে। মামলা নিষ্পত্তির আগপর্যন্ত ক্রোক বা ফ্রিজ আদেশ বহাল থাকবে। ক্রোককৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য দুদক রিসিভার নিয়োগ করতে পারবে। দুদক ওই রিসিভারের কার্যক্রম তদারক করবে। রিসিভার প্রতিষ্ঠান ক্রোককৃত সম্পদের আয়-ব্যয় আদালতে দাখিল করবেন।

আদালত যে সম্পত্তি ক্রোকের আদেশ দেবেন তাতে অভিযুক্ত ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির যদি মালিকানা থেকে থাকে তাহলে তিনি পত্রিকায় ক্রোক আদেশ জারির ত্রিশ দিনের মধ্যে তার অংশটুকু অবমুক্ত করার জন্য আদালতে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে বৈধ মালিকানা সংক্রান্ত সমুদয় ডকুমেন্ট দাখিল করবেন। আদালত সব কিছু বিবেচনায় নিয়ে সন্তুষ্ট হলে ওই সম্পত্তি বা তার অংশবিশেষ অবমুক্ত করার আদেশ দিতে পারবেন। বাজেয়াপ্তকৃত সম্পত্তি কোনো ব্যাংক হিসাবে বা লকারে রক্ষিত স্বর্ণ বা রৌপ্য, মণিমুক্তা বা সঞ্চয়পত্র বা বন্ড হলে বাংলাদেশ ব্যাংক তা রাষ্ট্রের পক্ষের দখল নিয়ন্ত্রণ গ্রহণ করবে। আর বাজেয়াপ্তকৃত সম্পত্তি জেলায় হলে ওই জেলার জেলা প্রশাসক তার নিয়ন্ত্রণ গ্রহণ করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি