শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লাকসামে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানাকে সিলগালা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০১৯

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার লাকসাম উপজেলায় নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানা এবং নকল ইলেকট্রিকস কারখানায় র‌্যাব-১১ সিপিসি-২ এর বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানা সিলগালা করে জরিমানা করেছেন।

রবিবার (৩০ জুন) দুপুরে লাকসাম পৌরসভাধীন দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত নকল ইলেকট্রিকস মালামাল তৈরির মোহাম্মদিয়া ইলেকট্রিকস নামের কারখানার মালিক ইব্রাহিম খলিল কে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । পাশাপাশি অবস্থিত মোঃ জসিম এর মালিকানাধীন জেএমটিসি সুপার প্যাকেজিং নামের অপর একটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানা সীলগালা করা হয়। এছাড়াও এসময় কারখানাটি থেকে উদ্ধারকৃত ১৪’শত কেজি পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয় এবং পরিবেশ সংরক্ষন আইনের সংশোধিত ধারায় কারখানা মালিককে ১ লক্ষ টাকা নগদ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন র‌্যাব ১১ সিপিসি -২ এর কোম্পানি কমান্ডার প্রণব কুমার, কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ নজরুল ইসলাম ও লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজালা রাণী চাকমা ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি