শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার থেকে এই প্রথম পশ্চিমবঙ্গে নাটক করতে যাচ্ছে কুমিল্লা কলেজ থিয়েটার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৯

স্টাফ রির্পেোটার:

কুমিল্লা সরকারি কলেজের এক মাত্র সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা কলেজ থিয়েটার স্বাধীনতাত্ত্বোর এই প্রথম কুমিল্লা জেলার কোন দল হিসেবে আমন্ত্রণ পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। আগামী ২০ জুলাই বাংলাদেশ থেকে ভারতের উদ্দ্যেশ্যে রওনা হবেন থিয়েটারের ১১জন নাট্যকর্মী, দলের অভিভাবক হিসেবে সাথে থাকবেন শাহজাহান চৌধুরী।

২২জুলাই পশ্চিমবঙ্গের গোবরডাঙ্গা সাংস্কৃতিক কেন্দ্রে মঞ্চস্থ করবে নাটক “জন্মা”। নাটকটি নির্দেশনা দিয়েছেন আতিকুর রহমান সুজন এবং সহ নির্দেশনায় আছেন আশিক পায়েল।

কুমিল্লা সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম বলেন- “মঞ্চ জীবনের কথা বলে” এই স্লোগান কে আঁকড়ে ধরে সংগঠনটি বিগত ৮বছর কুমিল্লা সরকারি কলেজ সহ কুমিল্লা জেলায় প্রশংসনীয় ভাবে সংস্কৃতি চর্চা করে ধারাবাহিক ভাবে এগিয়ে যাচ্ছে। এই পর্যন্ত ১৪টি নাটকের প্রায় ৫০টি প্রদর্শনী করেছেন কুমিল্লা কলেজ থিয়েটার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি