শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় সাড়ে ৬ মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৮০ জন,ধর্ষণের শিকার হয়েছে ১৭০ জন নারী ও শিশু


কুমিল্লায় সাড়ে ৬ মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৮০ জন,ধর্ষণের শিকার হয়েছে ১৭০ জন নারী ও শিশু


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৭.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

সময়ের সাথে পাল্লা দিয়ে অপরাধ প্রবণতা বাড়ছে কুমিল্লায়। সেই সাথে বেড়েছে খুন, ধর্ষণ ও নির্যাতনের ঘটনাও। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই’র মাঝামাঝি পর্যন্ত গত সাড়ে ৬ মাসে কুমিল্লায় আশিটিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময়টাতে জেলাজুড়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন প্রায় পৌনে দুই শ নারী-শিশু; তাদের অনেককেই আবার প্রাণ হারাতে হয়েছে ধর্ষক কিংবা সহযোগীদের হাতে।

কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগ সূত্রে হত্যা-ধর্ষণের এ ভয়াবহ চিত্র জানা গেছে।

বিষয়টি ভাবিয়ে তুলেছে কুমিল্লার নাগরিক সমাজকেও। জেলার বিশিষ্ট নাগরিকরা বলছেন, ক্রমেই বাড়তে থাকা অপরাধ প্রবণতা রুখতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের সামাজিক ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সূত্রে জানা যায়, জানুয়ারিতে কুমিল্লায় হ ত্যাকাণ্ড ঘটে ১৩টি, ফেব্রুয়ারিতে ১১টি, মার্চ-এপ্রিলে কুমিল্লায় খু ন হন প্রতিমাসে ১০ জন করে মোট ২০জন, মে-জুন এ দুই মাসে কুমিল্লায় হ ত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রতিমাসে ১৫জন করে ৩০জন। চলতি মাসের মাঝামাঝি (১৫ জুলাই) পর্যন্ত কুমিল্লায় খুন হন ৬ জন। অর্থাৎ বছরের প্রথম সাড়ে ৬ মাসে কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৮০ জন। যার সর্বশেষটি ঘটেছে কুমিল্লার আদালতের এজলাস কক্ষে, বিচারকের খাসকামরায়। যা নিয়ে দেশব্যাপি চলছে আলোচনা-সমালোচনা; প্রশ্ন উঠেছে আদালতসহ স্পর্শকাতর এলাকাসমূহের নিরাপত্তার বিষয়টি নিয়েও।

অপরদিকে কুমেক ফরেনসিক বিভাগের তথ্যানুসারে গত ৬ মাসে কুমিল্লায় ধর্ষণের শিকার হয়েছে অন্তত ১৭০ জন নারী ও শিশু। এর মধ্যে জানুয়ারী মাসে ২১ জন, ফেব্রুয়ারী মাসে ২৯ জন, মার্চ মাসে ২৬ জন, এপ্রিল মাসে ২৭ জন, মে মাসে ৩২ জন ও জুন মাসে ৩৫ জন ধর্ষণের শিকার নারী-শিশুর মেডিকেল পরীক্ষা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শারমিন সুলতানা জানান, প্রতিদিনই ধর্ষণ, হ ত্যা ও অপমৃ ত্যুর ঘটনায় কারো না কারো ডাক্তারি পরীক্ষা হচ্ছে। যদিও ধর্ষণের ঘটনাই বেশি। তার ভাষ্য, ‘গত ৬ মাসে কুমেকে ধ র্ষণের ঘটনায় ডাক্তারি পরীক্ষার জন্য ৫ বছরের শিশু থেকে ৫০ বছরের নারীও এসেছেন। তবে ১৫ থেকে ২০ বছর বয়সী তরুণী-যুবতীদের সংখ্যাই বেশি।’

সম্পাদনা:তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি