রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘মা ড্রেস আনতে নিচে গেছে’, কিছুতেই থামছেনা শিশু তুবার কান্না


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

মায়ের কী হয়েছে তা এখনো বোঝার মতো বয়স হয়নি ছোট্ট তুবার (৪)। মাকে খুঁজে একটু পর পর কেঁদে উঠছে সে। কেউ জিজ্ঞেস করলেই বলছে, মা ড্রেস আনতে নিচে গেছে।

এ দিকে, রবিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাসলিমা বেগম রেনুকে দাফন করা হয়েছে। তুবা এখন সোনাপুরে আছে তার নানি ও খালাদের সঙ্গে। তারাই শিশুটিকে খাওয়াচ্ছেন, ঘুম পাড়াচ্ছেন। ঘুম থেকে উঠেই অবুঝ শিশুটি প্রথমেই খুঁজছে মাকে। না পেয়েই চোখ ভরে আসছে কান্না। তার চোখের জল অন্যদেরও কাঁদাচ্ছে। অবুঝ শিশুটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না কেউ। তার কান্নায় শোক ছড়িয়ে পড়েছে আশপাশের মানুষজনের মাঝেও।

নিহত রেনুর আত্মীয় নূরজাহান বেগম বলেন, ছোট্ট শিশুর কান্না আমরা আর সইতে পারছি না। সে তার নানি ও খালাদের সঙ্গে থাকবে। তবে তার ভবিষ্যতে যে কী হবে আল্লাহই জানেন! রেনুরা এক ভাই ও পাঁচ বোন। তিনি ছিলেন সবার ছোট। পড়ালেখা শেষ করে ঢাকায় আড়ং ও ব্র্যাকে চাকরি করেছেন। টিউশনিও করাতেন।

বছর দুয়েক আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। ছেলে তাসফিক আল মাহী (১১) বাবার সঙ্গেই থাকছে। আর মেয়ে তুবাকে নিয়ে রেনু থাকতেন মহাখালীতে। স্বজনেরা জানান, আগামী বছরের জানুয়ারিতে বড় ভাই আলী আজগরের কাছে আমেরিকায় যাওয়ার কথা ছিল রেনুর। কিন্তু মানুষের বর্বরতায় একেবারে পরপারেই চলে গেলেন তিনি।

সম্পাদনা:তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি