রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » আদালতের নির্দেশে কুমিল্লার ১৬ মামলার পলাতক মাদক ব্যবসায়ীর অস্থায়ী সম্পত্তি বাজেয়াপ্ত


আদালতের নির্দেশে কুমিল্লার ১৬ মামলার পলাতক মাদক ব্যবসায়ীর অস্থায়ী সম্পত্তি বাজেয়াপ্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০১৯

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় আদালতের নির্দেশে আবদুল হান্নান নামে এক মাদক ব্যবসায়ীর মালামাল ক্রোক করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

বুধবার বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী কৃষ্ণনগর এলাকায় ওই মাদক ব্যবস্থায়ীর বাড়ি থেকে অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়। মাদক ব্যবসায়ী আবদুল হান্নান ওই গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী আবদুল হান্নানের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। মামলার হাজিরায় দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ২টি মামলায় তার অস্থায়ী সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালতের বিজ্ঞ বিচারক। আদালতে নির্দেশে মালামাল ক্রোক করা হয়েছে বলে জানান থানার ওসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি