রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বাস চাপায় রেলওয়ে কর্মচারীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৯

মু.ফখরুদ্দীন ইমন,চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে বুধবার (২৩ অক্টোবর) ভোরে চলন্ত বাসে উঠার সময় দুলাল চন্দ্র দাস (৫০) নামের এক রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে।

নিহত দুলাল চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা গ্রামের অনন্ত কুমার দাসের ছেলে এবং চট্টগ্রাম রেলওয়ের কর্মচারী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত দুলাল মেয়ে তিথির এসএসসি পরীক্ষার ফি প্রদানের জন্য তার ভাইসহ চট্টগ্রাম থেকে বাড়িতে আসে। প্রতি সপ্তাহের ন্যায় বুধবার ভোরে ২ ভাই দুলাল ও শংকর চৌদ্দগ্রাম বাজারে চট্টগ্রামের উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করেন। এসময় বড় ভাই শংকরের বাধা স্বত্তে¡ও চট্টগ্রামগামী দ্রুতগামী একটি বাসে দুলাল দৌঁড়ে উঠার চেষ্টা করলে তাৎক্ষণিক বাসটির নিচে চাপা পড়েন দুলাল। স্থানীয়রা তাৎক্ষণিক আহত দুলালকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে ও পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা বলে করেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জীবন হাজারী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আহত ব্যক্তিকে কুমিল্লা নিয়ে গেছে স্বজনরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি