রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কাদের হাতে যাচ্ছে যুবলীগের নেতৃত্ব?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কংগ্রেস । আওয়ামী লীগের অন্যান্য ভ্রাতৃপ্রতীম ও সংগঠনগুলোর কাউন্সিল সুষ্ঠুভাবে হলেও যুবলীগের কংগ্রেস নিয়ে নানা রকমের গুঞ্জন এবং প্রভাববিস্তারের চেষ্টা পাওয়া যাচ্ছে।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী সংগঠন যুবলীগ। আর এজন্যই যুবলীগের কর্তৃত্ব নিতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতারা। তবে যুবলীগের সাধারণ নেতৃবৃন্দ মনে করেন যুবলীগের কর্তৃত্ব থাকা উচিত একমাত্র আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। কিন্তু ছাত্রলীগের মতো যুবলীগেও একটা সিন্ডিকেট কাজ করছে এবং এই সিন্ডিকেট যেকোন মূল্যে যুবলীগের কর্তৃত্ব নিজেদের কাছে রাখতে চান।

যুবলীগের কংগ্রেসের আগে সবচেয়ে সক্রিয় দেখা যাচ্ছে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানককে। জাহাঙ্গীর কবির নানক সম্মেলন স্থান পরিদর্শন করেছেন। গণমাধ্যমে যুবলীগ নিয়ে বিভিন্ন বক্তব্য রেখেছেন। যুবলীগ নিয়ে তার আগ্রহ বেশ। তার বাড়িতে প্রতিদিনই যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দর খবর পাওয়া যাচ্ছে। কমিটি যেন তার আশীর্বাদপুষ্ট হয় এবং কমিটিতে যেন তার কর্তৃত্ব থাকে সেজন্য তিনি প্রচন্ড সক্রিয় বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

অন্যদিকে ঐতিহ্যগতভাবেই যুবলীগের কর্তৃত্ব থাকে শেখ সেলিম পরিবারের উপর। শেখ সেলিম যেমন যুবলীগের চেয়ারম্যান ছিলেন তেমনি সংগঠনটির সর্বশেষ চেয়ারম্যান ছিলেন শেখ সেলিমের বোনের জামাতা ওমর ফারুক চৌধুরি। আর এখনো যুবলীগে আছেন শেখ সেলিমের ছোট ভাই শেখ মারুফ এবং শেখ সেলিমের পুত্র শেখ ফাহিম। যদিও মারুফ বর্তমানে যুবলীগের কার্যক্রমের মধ্যে নেই। যেহেতু গণভবনে তিনি নিষিদ্ধ হয়েছেন সেহেতু যুবলীগের বর্তমান সম্মেলন কর্মকাণ্ডে তিনি অনুপস্থিত। কিন্তু শেখ ফজলুল করিম সেলিমের একটি বিরাট সমর্থক গোষ্ঠী রয়েছে এবং শেখ সেলিমের পুত্র শেখ ফাহিম এবার সম্মেলনে অভ্যর্থনা কমিটির সদস্য। শেখ সেলিমর একটি নীরব প্রভাব সব সময়ই যুবলীগের মধ্যে আছে। এরাও চাইছেন যে যুবলীগের কর্তৃত্ব তাদের কাছে নিতে। যুবলীগ যেন শেখ সেলিমের বলয়ের মধ্যেই থাকে সেটা নিশ্চিত করার জন্য এই গোষ্ঠীও মরিয়া হয়ে উঠেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি