শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দাউদকান্দির সেতুর নিচে বস্তা বস্তা পচাঁ পেঁয়াজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৯

 

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব বাজার সুবল আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেতুর নিচে ময়লার ভাগাড়ে বস্তা বস্তা পেঁয়াজ পাওয়া গেছে। রোববার গভীর রাতে কে বা কারা এগুলো ফেলে যায়।

সোমবার সকালে সেতুর ওপর দিয়ে যাওয়া আসার সময় সেতুর নিচে পেঁয়াজের বস্তা দেখে পথচারীদের মনে কৌতূহল জাগে। কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে । আবার কেউ কেউ দাঁড়িয়ে দীর্ঘ নিশ্বাস ফেলে দুঃখ প্রকাশ করেন।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মো. মানিক চাঁন বলেন, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় যেখানে নিম্ন আয়ের মানুষ রান্নার জন্য পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছে, সেখানে এক শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সংরক্ষিত পেঁয়াজ নষ্ট করে রাতের অন্ধকারে সেতুর নিচে ফেলে দেওয়া মানে দেশের সম্পদের অপচয় করা, পাশাপাশি ভোক্তার অধিকারকে হরণ করা ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি