শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চলছে বয়সসীমার পাশাপাশি অনুপ্রবেশকারী যাচাই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

জানুয়ারিতেই যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হতে পারে। চলছে বয়সসীমার পাশাপাশি অনুপ্রবেশকারী যাচাই।

জানুয়ারির মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি করবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। যুবলীগে বয়সসীমা যাচাইয়ের পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে। অন্যদিকে, যারা সংগঠনে নিয়মিত শ্রম দিচ্ছেন এমন নেতাদের প্রাধান্য দেয়া হবে স্বেচ্ছাসেবক লীগে। ডিবিসি নিউজের সঙ্গে আলাপকালে এসব জানিয়েছেন সংগঠনগুলোর নবনির্বাচিত নেতারা।

গত ২৩শে নভেম্বর যুবলীগের ৭ম কংগ্রেসের মধ্য দিয়ে দল থেকে বিদায় নেন ৫৫ বছর বয়স অতিক্রম করা অনেক নেতা। ফলে কেন্দ্রীয় কমিটিকে এখন নতুন করে সাজাতে ব্যস্ত সময় পার করছেন দলের নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

এরই মধ্যে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ শুরু হয়েছে বলে জানান যুবলীগের নতুন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

তিনি বলেন, যারা ছাত্র রাজনীতি শেষ করেছেন আমরা তাদের বিবেচনায় রাখছি, তারা কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারে। যুবলীগে থেকে যারা সততার সঙ্গে সকল কার্যক্রম বাস্তবায়ন করেছে তাদেরকেও আমরা নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করবো। এছাড়া যারা দেশ ও সমাজের জন্য ভালো কিছু করছে তারা যদি আগ্রহী থাকে তাহলে আমরা তাদেরও কমিটিতে স্থান দেয়ার সুযোগ করে দিব। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারীর প্রথমেই পূর্ণাঙ্গ কমিটি দিতে পারবো বলে আশা করছি।

এবার স্বেচ্ছাসেবক লীগে কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ১০১ থেকে বাড়িয়ে ১৫১ করা হয়েছে। বেড়েছে সংগঠনের জাতীয় পরিষদের সদস্য সংখ্যাও। দলের নতুন সাধারণ সম্পাদক আফজালুল বাবু জানান, এরই মধ্যে যাদের জীবনবৃত্তান্ত হাতে এসেছে তাদের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।

তিনি বলেন, গত কমিটিতে অনেক প্রতিভাবান নেতাকর্মী ছিলেন যাদের সংগঠনের জন্য দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা ছিল। এছাড়া শিক্ষক, আইনজীবী যাদের সমাজে একটা ভালো অবস্থান রয়েছে, যারা সমাজের কথা ভাবে এমন লোকদের নিয়েই আমরা আমাদের এই সংগঠনটি করার স্বপ্ন দেখছি।

তৃণমূলের কমিটি গঠনের ক্ষেত্রেও এবার সবোর্চ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলে জানান এসব নেতা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি