রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জমি সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা মামলার হয়রানির শিকার মুক্তিযোদ্ধা সামছুল হক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৯

মোঃ সফিউল আলম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন বাগৈগ্রাম জমি সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা মামলার হয়রানির শিকার মুক্তিযোদ্ধা সামছুল হক ।

গং সামছুল হক জানা সামছুল হকের চাচারা ছিলেন ৫ ভাই মৃত আব্দুল আজিজ, মৃত আব্দুল হামিদ, মৃত আবুল হোসেন, মৃত ইব্রাহিম, মৃত মেয়ের বক্স, আব্দুল আজিজ গংদের ৩৯৬ দাগের জমির পরিমাণ ছিলো ৬১ শতক তার মধ্যে ১১ শতক মমিন গং দের বিতরে বাকি ৫০ শতক জমি ৫ ভাইয়ের মধ্যে ১০ শতক করে বন্টন হয়, মুক্তিযোদ্ধা সামছুল হক জানায় সামছুল হকের পিতা মৃত আব্দুল হামিদ জীবিতো থাকা কালীন সামছুল হককে ১০ শতক জমি দলীল সহকারে বুজিয়ে দিয়ে যায়,

মুক্তিযোদ্ধা সামছুল হক আরো জানায় এই ১০ শতক জমি আমার পূর্ব পুরুষ থেকে আমাদের কাছে আছে, কিন্তু হঠাৎ করে আমার চাচাতো ভাই মাওলানা তাজুল ইসলাম ৩৯৬ দাগের ১৬ শতক জমি নকল একটি দলীল বানিয়ে ৬শতক জমি দাবি করে চৌদ্দগ্রাম থানায় আমার নামে একটি মিত্যা মামলা সাজিয়ে হয়রানি করার চেষ্টা করতেছে, মুক্তিযোদ্ধা সামছুল হক আরো জানায় ওয়ান এলিবেনের সময় মৃত ইব্রাহিমের ছেলে মাওলানা তাজুল ইসলাম দুর্নীতির দায়ে এক বছর জেল খাটে ওই সময় আমরা কেই তার পক্ষে না থাকায় আজ আমার বিরুদ্ধে মিত্যা মামলা সাজিয়ে হয়রানি করার চেষ্টা করতেছে তাই আমি এই মিত্যা মামলার নিন্দা প্রতিবাদ জানাই , এবং গ্রাম বাসীরা জানায় পূর্ব পুরুষ থেকে মুক্তিযোদ্ধা সামছুল হক এই ১০ শতক জমি চাষাবাদ করে আসছে, মাওলানা তাজুল ইসলাম যে ৬ শতক জমি দাবি করে থানায় মামলা দায়েল করছে তা সম্পন্ন অযুক্তি হিন, এলাকার কিছু কু চক্র মহলের কথা শুনে মুক্তিযোদ্ধা সামছুল হকের মান সম্মান নষ্ট করার জন্যই মিত্যা মামলা সাজিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি