রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনায় খালের উপর আ’লীগ ও বিএনপি কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা বাজারটির বিশাল একটি অংশ বাজার সংলগ্ন খালের উপর দখল করে আছে।

চান্দিনা-বদরপুর সড়কের পাশ ঘেঁষে বাড়েরা বাজারের খালটির উপর বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ ও বাড়েরা ইউনিয়ন বিএনপি’র পৃথক দুটি কার্যালয় সহ অন্তত অর্ধশত দোকান-পাট খালটি অবৈধ ভাবে দখল করে রাখে।

স্থানীয় কিছু প্রভাবশালী মহল অর্থের বিনিময়ে খালের উপর পাটাতনে ওইসব দোকান-পাট নির্মাণ করে ভাড়া আদায় করে চলছিল। দীর্ঘ কয়েক যুগ যাবৎ একই ভাবে বাজারটি পরিচালিত হওয়ায় গত ২ বছর আগে একবার উচ্চেদ করা হয়। কিন্তু উচ্ছেদের মাত্র এক মাসের মধ্যে পুরানো চেহারায় ফিরে আসে।

সম্প্রতি সারা দেশে নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সোমবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বাড়েরা বাজারে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় আওয়ামীলীগ ও বিএনপি’র দলীয় কার্যালয় সহ অন্তত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম এর নেতৃত্বে চান্দিনা থানা পুলিশ সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ জানান, সারা দেশের নদী ও খালের উপর অবৈধ স্থাপনা ও সরকারি ভূমি সংরক্ষণের অংশ হিসেবে জেলা প্রশাসক এর নির্দেশে চান্দিনায়ও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ক্রমান্বয় উপজেলার সর্বত্র ওই অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি