রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ৪৯তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৯

মুহা. ফখরুদ্দীন ইমনঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৯তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান মিজান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন।

চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ইব্রাহীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতিসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালেহ্ আহমেদ, ভাটরা কালজয়ী বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক মো. হাফেজ আহমেদ, মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.অলি উল্লাহ্, করপাটি হাজী মনির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্ আলম, মরকটা রাবেয়া আরশাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম, উজীরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মিয়া মো. নিজাম উদ্দীন, মরকটা ইসলামিয়া আলিম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. শামসুদ্দীন মোল্লা প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া শিক্ষকসহ বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলো। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও বিভিন্ন পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি