শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে স্বপ্নতরী’র মোড়ক উন্মোচন, মিলাদ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০২০

সফিউল আলম :

কুমিল্লা চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহি রাজাপুর দাখিল মাদ্রাসায় নানা আয়োজনে উন্মোচন করা হয়েছে স্বপ্নতরী নামে একটি বিশেষ ম্যাগাজিন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজাপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুুষ্ঠানে অত্র প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহনকারী ১০ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ও ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদে বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বগৈড় মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হায়াতুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ জালাল মজুমদার।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের যুগ্ন-আহ্বায়ক মোঃ আলী হায়দার। মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ নূরুল আলম, বিজয় বিডি ২৪.কম এর সম্পাদক এবং প্রকাশক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক হাসান মুহাঃ জহির, রফিকুল ইসলাম বিএসসি, সাবেক সুপারিন্টেনডেন্ট মাওলানা মোঃ ওবায়েদুল হক।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আবু তাহের মজুমদার, প্রভাষক মাসুদুর রহমান, শ্রীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আশ্রাফ মজুমদার , শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন বাঁধন, সাধারণ সম্পাদক মোঃ মোশার্রফ হোসেন সোহাগ, রাজাপুর জনকল্যাণ সংগঠনের সভাপতি ডাঃ নাহিদ ফারভেজ, ছাত্রলীগ নেতা মোঃ মমিনুল ইসলাম।

সিনিয়র শিক্ষক মাষ্টার জসিম উদ্দীনে পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মোঃ ইদ্রিস আলী সিকদার। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আবাদ মোল্লা, মোঃ খোরশেদ আলম মজুমদার, সাবেক শিক্ষক মাষ্টার মমতাজ উদ্দিন, সহ সুপারিন্টেনডেন্ট মাওলানা আব্দুর রহিম, সংবর্ধধিত শিক্ষক মাওলানা মোঃ ওবায়েদুল হক, মাওলানা আবুল হাসেম, মাওলানা আ ন ম আবুল খায়ের, মাষ্টার আলী আশ্রাফ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মোঃ গোলাম মোস্তফা, ক্বারী মোঃ আব্দুল মন্নান, মোঃ ওমর আলী প্রমূখ।

মাদ্রাসার প্রায় শতবছরের ইতিহাস ঐতিহ্য সহ এলাকার অজানা অনেক তথ্য সম্বলিত প্রথম স্বরণিকা “স্বপ্নতরী” সম্পাদনা করেন সাংবাদিক মুহাঃ জহিরুল হাসান, প্রকাশক ছাত্র নেতা মোঃ নূরুল আলম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি