রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লাসহ ৪ শহরের বিদ্যুৎতের ঝুলে থাকা তার আন্ডারগ্রাউন্ডে নেওয়া হচ্ছে : প্রতিমন্ত্রী নসরুল হামিদ


কুমিল্লাসহ ৪ শহরের বিদ্যুৎতের ঝুলে থাকা তার আন্ডারগ্রাউন্ডে নেওয়া হচ্ছে : প্রতিমন্ত্রী নসরুল হামিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরব’চ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দেশের সমস্ত শহরে ৫ বছরের মধ্য আন্ডারগ্রাউন্ড ক্যাবল নিশ্চিত করা হবে। এটা নট বিউটিফিকেশন প্রজেক্ট।

তিনি বলেন, ঢাকা শহরে দেখেন, বিদ্যুতের তারের জন্য সব গাছের গলা কেঁটে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন এটা করা যাবে না। এতে পরিবেশে ক্ষতি হয়।

বিদ্যুতের তার আন্ডারগ্রাউন্ডে নিতে হবে। এই আইডিয়া প্রকৌশলীদের দেওয়া উচিত, কিন্তু দুঃ’খজনক তাদের থেকে এই প্লান আসেনি। কেনো রাজনীতিবীদদের থেকে আসতে হবে।

এই প্রকল্পের আলোচনার পর তিন বছর কেটে গেলো, এটা দুঃ’খজনক। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে কনসালটেন্ট নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও অস্ট্রেলিয়ান কোম্পানি কেআইএস গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়। এ চুক্তিতে দেশের ৪ জেলাকে ক্যাবল আন্ডারগ্রাউন্ডে নেওয়া হবে।

কোম্পানিটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ শহরে বিতরণ ক্যাবল আন্ডারগ্রাউন্ডে নেওয়ার সম্ভাব্যতা যাচাই, প্রাক্কলন তৈরি ও ডিপিআর প্রস্তুতে পরামর্শ প্রদান করবে।

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৩০ লাখ টাকা। ১ বছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, টেকনোলজির ব্যাপারে কেনো জানি আমাদের আগ্রহ কম।

এক মিনিটের জন্য বিদ্যুৎ যাতে না যায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকার চায় নিরব’চ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে। মনে রাখবেন আপনাদের রাখাই হয়েছে সরকারের ইচ্ছা পূরণ করার জন্য।

তিনি বলেন, সমস্ত সিলেট শহর, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ আন্ডারগ্রাউন্ড ক্যাবলের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে সারাদেশে শহরাঞ্চলে আন্ডারগ্রাউন্ড স্থাপন করা হবে।

অনেক মনে করেন এতে খরচ বেশি। কিন্তু তারা এটা ভাবেন না, এটার সুফল সম্পর্কে। এখন বিদ্যুৎ গেলেই বলা হয় ওখানো কাক বসেছিলো, এটা নিয়মিত কথা। আন্ডারগ্রাউন্ড ক্যাবল হলে এই সংকট থাকবে না।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব সুলতান আহমেদ বলেন, দৃশ্যমান দূ’ষণ রোধ করবে এই প্রকল্প। এতে করে দৃষ্টিনন্দন হবে শহরগুলো।

বিদ্যুৎ বিভাগে গত ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়ন হয়েছে ৪৩ শতাংশ। একই সময় জাতীয় অগ্রগতি রেকর্ড করা হয়েছে ২৬ শতাংশ। বিদ্যুৎ বিভাগের অগ্রগতির কারণে জাতীয় আগ্রগতি ২৬ শতাংশ হয়েছে মন্তব্য করেছেন বিদ্যুৎ বিভাগের সচিব সুলতান আহমেদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি