শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার আলেখারচরে হোটেলে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি: প্রতারক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০২০

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরের যমুনা আবাসিক হোটেলের ম্যনেজারের কাছে একজন ব্যাক্তি র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি করলে বিষয়টি তার সন্দেহ হওয়ায় কুমিল্লা র‌্যাব অফিসে ফোন করে । তাৎক্ষণিক র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল যমুনা আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে ভূয়া র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজিকালে চাঁদাবাজ মোঃ মোশারফ হোসেন ওরফে রঞ্জু (২৫)কে আটক করে। এ সময় তার নিকট থেকে একটি খেলনা পিস্তল, চাঁদাবাজির নগদ ৪ হাজার টাকা, সেনাবাহিনীর ০১টি ভূয়া আইডি কার্ড, ফটোশপড সেনাবাহিনীর পোশাক পরিহিত একটি ছবি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারী রাত ৮টার সময় তাকে আটক করা হয়।

আটক হওয়া মোঃ মোশারফ হোসেন ওরফে রঞ্জু কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। , (বর্তমান ঠিকানা সাং- বরকামতা (চাঁন বক্সের বাড়ী), থানা- চান্দিনা)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী উদ্ধারকৃত খেলনা পিস্তল, সেনাবাহিনীর ভূয়া আইডি কার্ড ও ফটোশপড সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি ব্যাবহার করে মিথ্যা র‌্যাব পরিচয় দিয়ে উক্ত হোটেলে চাঁদাবাজির চেষ্টা করছিল।

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি