শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় সিঙ্গাপুর ফেরত প্রবাসীর করোনার লক্ষণ আইইডিসিআর-এর পরীক্ষায় সনাক্ত হয়নি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০২০

চান্দিনা প্রতিনিধি ঃ
কুমিল্লার চান্দিনায় সিঙ্গাপুর থেকে আসা প্রবাসীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়নি। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক।

তিনি জানান- ৬ মার্চ সিঙ্গাপুর থেকে আসা যুবকের (৩২) ৮ মার্চ থেকে শরীরে জ্বর-সর্দি, গলা ও শরীর ব্যথা সহ উপসর্গ দেখা দেয়। ১১ মার্চ ওই যুবক আইইডিসিআর-এর হটলাইনে ফোন করে তার শারীরিক অবস্থা জানান। সন্ধ্যায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) টিমের সদস্যরা এসে তার শরীরের নমুনা সংগ্রহ করে।

শুক্রবার দুপুরে ঢাকা থেকে ওই টিমের সদস্যরা আমাকে ফোন করে জানান ওই যুবকের শরীরের করোনা ভাইরাসের জীবানু নেই।

তারপরও আমরা ওই যুববকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি