শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ম্যাটিসের জবাবে তাকে ‘পাগলা কুকুর’ বলে অভিহিত করেন ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর নীরব ছিলেন জেমস ম্যাটিস। কিন্তু গত ২৫ মের পর থেকে শুরু হওয়ার বর্ণবাদবিরোধী আন্দোলন এবং ট্রাম্পের বিতর্কিত আচরণে চুপ থাকতে পারেননি ম্যাটিস। সাবেক এ জেনারেল বলেছেন, তার জীবনে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি আমেরিকানদের মধ্যে একতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন না, করার ভানও করছেন না।

তিনি বরং বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। ট্রাম্প আমেরিকার সংবিধানকে নিয়ে উপহাস করেছেন। ট্রাম্পকে বাদ দিলে মার্কিন জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে। ম্যাটিসের এমন সমালোচনার জবাবে ট্রাম্প তাকে ‘পাগলা কুকুর’ বলে অভিহিত করেন। রয়টার্স।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি