শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন মাদক “ফেনইথাইলামিন” নিয়ে উদ্বিগ্ন প্রশাসন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০২০


স্টাফ রিপোর্টার:

পুরো চট্টগ্রামজুড়ে ইয়াবার কারবার রমরমা। এরমধ্যে র‌্যাবের হাতে উদ্ধার হয়েছে নতুন মাদক ফেনইথাইলামিন। যা নিয়ে উদ্বিগ্ন চট্টগ্রামের প্রশাসন।

কারণ এই মাদকের ব্যবহারকারী কারা কিংবা চালানটি কীভাবে চট্টগ্রামে এসেছে বা কোথায় যাওয়ার কথা ছিল সে ব্যাপারে এখনো কোনো তথ্য মেলেনি। মাদক উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির খুলশী থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন এই তথ্য জানান।

তিনি জানান, মাদক বহনের সময় র‌্যাবের হাতে আটক ফিরোজ খান (৩৭)কে চার দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পরও তার কাছ থেকে তেমন কোনো তথ্য মেলেনি। সোমবার (১৭ আগষ্ট) ফিরোজের চারদিনের রিমান্ড শেষ হয়েছে। তিনি বলেন, গত ১১ই আগস্ট চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ফয়’স লেক এলাকা থেকে ফিরোজ খান (৩৭) নামে এক ব্যক্তির কাছ থেকে ৭৭৭ গ্রাম ফেনইথাইলামিন নামের মাদক উদ্ধার করে র‌্যাবের একটি টিম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি