মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনায় আক্রান্ত শামীম ওসমানের স্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০২০

ডেস্ক রির্পোট:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও তাঁর স্ত্রী সালমা ওসমান লিপি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি। তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান। বর্তমানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন সালমা ওসমান লিপি।

শামীম ওসমান বিষয়টি নিশ্চিত করে তাঁর অসুস্থ স্ত্রী ও পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার পরিবারের জন্য দোয়া ভিক্ষা চাচ্ছি। আপনাদের একজনের দোয়াও যদি আল্লাহ কবুল করেন, হয়তো আমার পরিবার সুস্থ হয়ে উঠবে।’

এদিকে দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই নারায়ণগঞ্জে সাধারণ মানুষের পাশে ছিলেন সালমা ওসমান লিপি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও তিনি বাড়ি থেকেই মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। আক্রান্ত হয়ে কাউকে বুঝতে না দিয়ে তিনি শহরের বাবুরাইল দেওভোগ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্যারালাইজ রোগীর বাড়িতে স্বেচ্ছাসেবী পাঠিয়ে আর্থিক সহায়তা দান করেন।

আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া সমাজকর্মী ফতুল্লার অক্টোফিস এলাকার বাসিন্দা রোমান চৌধুরী সুমন বলেন, “গত শনিবার লিপি ওসমানের হয়ে শহরের নয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হুমায়ুন কবীর কাবিলের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দিই। তখন কাবিলের স্ত্রী সোনিয়া আক্তার নূপুরের সঙ্গে মুঠোফোনে কথা বলেন লিপি ওসমান। ওই সময় লিপি ওসমান প্রচণ্ড অসুস্থ হয়ে ঠিকমতো শ্বাস নিতে পারছিলেন না। কথা বলার সময় বারবার লিপি ওসমানকে কষ্ট হচ্ছে কিনা, তা জিজ্ঞাসা করলেও তিনি বলেন, ঠিক আছেন। সেই সময় তিনি শুধু এতটুকু বলেন, ‘আমি ঠিক আছি, দোয়া করো সবাই।

হুমায়ুন কবীর কাবিলের স্ত্রী সোনিয়া আক্তার নূপুর বলেন, ‘আমি একটি বারের জন্যও বুঝতে পারিনি, লিপি ওসমান করোনায় আক্রান্ত। তবে কথা বলার সময় তাঁর কণ্ঠস্বর শুনে অসুস্থ মনে হয়েছে। ওই অবস্থায় দীর্ঘ সময় আমার সঙ্গে কথা বলে আমার স্বামীর চিকিৎসা-পরবর্তী আরো উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।’

নূপুর অসুস্থ লিপি ওসমানের জন্য দোয়া চেয়ে বলেন, ‘এমন জনপ্রতিনিধির স্ত্রী কয়জনের আছে, যার নিজের জীবন সংকটে থাকার পরও আরেক রোগীর বাড়িতে আর্থিক সহায়তা পাঠিয়ে খোঁজ-খবর নিচ্ছেন।’

যোগাযোগ করা হলে শামীম ওসমান বলেন, ‘অসুস্থ অবস্থায় যেখানে লিপির জীবন সংকটে, সেখানে ও (লিপি) যখন আরেক মৃত্যুপথযাত্রীর রোগীর খোঁজ-খবর নিচ্ছিল, আমি অনেকটা বিরক্তও হয়েছিলাম। বলছিলাম, তুমি খুব অসুস্থ। কিন্তু এটা আল্লাহর রহমত। করোনায় আক্রান্ত হয়েও ও (লিপি) মানুষের জন্য কাজ করছে। আমাদের মানুষের দোয়া দরকার। আল্লাহ মানুষের দোয়া কবুল করেন। আমি আমার পরিবারের জন্য দোয়া ভিক্ষা চাচ্ছি। আপনাদের একজনের দোয়াও যদি আল্লাহ কবুল করেন, হয়তো আমার পরিবার সুস্থ হয়ে উঠবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি