বুধবার,১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার হোমনায় লুডু খেলাকে কেন্দ্র করে এক বন্ধু আরেক বন্ধুকে অ্যাসিড নিক্ষেপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার হোমনা উপজেলায় ৫০০ টাকার বাজিতে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে এক বন্ধু আরেক বন্ধুকে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার হোমনা উপজেলার লটিয়া গ্রামের বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সবুজ নামের এক স্বর্ণকারকে আটক করেছে পুলিশ। অ্যাসিডে ঝলসে যাওয়া মো. তামিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অ্যাসিডে দগ্ধ মো. তামিম উপজেলার ওপারচর গ্রামের সাধন মিয়ার ছেলে। সে লটিয়া গ্রামে নানাবাড়িতে থাকতো। অ্যাসিড নিক্ষেপকারী সবুজ পার্শ্ববর্তী নিলখী গ্রামের রেহমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তামিম ও সবুজ ৫০০ টাকার বাজিতে মোবাইলে লুডু খেলছিল। সবুজের কাছে পর পর দুই গেমে পরাজিত হয় তামিম। এরপর তার কাছে এক হাজার টাকা দাবি করে সবুজ। বাজির টাকা না দেয়া নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে তামিম সবুজকে আঘাত করে পালিয়ে যায়। সবুজ তার দোকান থেকে অ্যাসিড নিয়ে পেছন থেকে তামিমের শরীরে নিক্ষেপ করে। এতে তামিমের ঘাড়, গলা ও গালের কিছু অংশ ঝলসে যায়। আশপাশের মানুষ তাৎক্ষণিক তামিমের ক্ষত স্থানে পানি ঢেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নিবিড় লুৎফুন নাহার জানান, অ্যাসিডে তামিমের মাথার পেছনের অংশ, ঘাড় ও বাম কানে ফোসকা পড়েছে। তার চিকিৎসা চলছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত সবুজ মিয়াকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি