রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মাদ্রাসা ছাত্রকে একাধিকবার বলাৎকার, প্রধান শিক্ষক গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের গৌরীপুরে ৯ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. বাকী বিল্লাহ মানিক (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক উপজেলার সহনাটি ইউনিয়নের মানিকরাজ গ্রামের আজিম উদ্দিন মাস্টারের পালিত ছেলে। শুক্রবার রাতে সহনাটি ইউনিয়নে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মানিককে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকালে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, মো. বাকী বিল্লাহ মানিক সহনাটি ইউনিয়নের করফুলনেছা নূরানী ও হাফিজিয়া মাদরাসায় নূরানী শাখার প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। চলতি বছরের ১৫ই নভেম্বর সকালে প্রধান শিক্ষক মানিক মাদরাসার পাঠদান কক্ষের ব্লাকবোর্ডের পেছনে নিয়ে ওই মাদরাসা ছাত্রকে বলাৎকার করে। এরপর প্রধান শিক্ষক মানিক পরবর্তী সময়ে আরো একদিন মাদরাসার পাঠদান কক্ষে ওই ছাত্রকে বলাৎকার করে। এ ঘটনার পর থেকে ওই ছাত্র মাদরাসায় আসা-যাওয়া বন্ধ করে দেয়।
গত ২৫শে নভেম্বর ওই ছাত্রকে তার বাবা বাড়ি থেকে ফের মাদরাসায় দিয়ে আসলেও সে বাড়ি ফিরে আসে। তার বাবা বাড়ি ফেরার কারণ জানতে চাইলে সে বলাৎকারের ঘটনা খোলে বলে। এঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা শুক্রবার রাতে গৌরীপুর থানায় অভিযোগ করলে পুলিশ ওইদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত শিক্ষককে আদালতে প্রেরণের প্রস্ততি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি