রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » চীনা ভাষা শিক্ষার সফটওয়্যার তৈরি করে সেরা গবেষক হলেন বাংলাদেশের আলতাব


চীনা ভাষা শিক্ষার সফটওয়্যার তৈরি করে সেরা গবেষক হলেন বাংলাদেশের আলতাব


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

প্রত্যন্ত জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের চেংঠী গ্রামের মাদ্রাসা শিক্ষক মো. আতাউর রহমানের দ্বিতীয় ছেলে আলতাব হোসেন। অভাব-অনটনের সংসারে তখন পড়াশোনা করাও যেন বিলাসিতা। কখনো মাঠে গরু নিয়ে ছুটতেন। কখনো বা ভুট্টা আর বাদাম ক্ষেতের পরিচর্যা করে সোনালি শৈশব কাটাতেন।সেই আলতাব এবার চীনে গবেষক হিসেবে পুরস্কৃত হলেন। তার সফলতার গল্প শোনাচ্ছেন শেখ নাসির উদ্দিন-

আলতাব হোসেনের উদ্ভাবনী সফটওয়্যার কয়েকটি দেশেকে পেছনে ফেলে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। নিজের অধ্যবসায়, পরিশ্রম আর মেধার জোরে বাংলাদেশের আলতাব হোসেন এখন চীনের ইউনিভার্সিটি অব ইলেক্ট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন গবেষক। স্মার্ট চায়না শিক্ষক নামের চায়না ভাষা শিক্ষার ইন্টারনেট ভিত্তিক প্রোগ্রামের প্রতিষ্ঠাতা।

নভেম্বর মাসের শুরুতে চীনে অনুষ্ঠিত চেংদু-ছংছিং বৈদেশিক শিক্ষার্থী অর্থনৈতিক বৃত্ত প্রতিযোগিতায় ৬০টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তার উদ্ভাবিত স্মার্ট চায়না শিক্ষক প্রোগ্রাম। এর আগে ২০১৭ সালে আন্তর্জাতিক সিস্টার সিটি আন্তঃবিশ্ববিদ্যালয় ইনোভেশন প্রতিযোগিতায়ও তার নির্মিত ওয়েবনির্ভর চীনা ভাষা শিক্ষার সফটওয়্যার (cnpinyin.com) প্রথম পুরস্কারও অর্জন করেছিল।

ঝাড়বাড়ী কলেজ থেকে এইচএসসির ভালো ফলাফলের জন্য ২০০৬ সালে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পান। ২০০৮ সালে চীনের একটি প্রতিনিধি দল তাদের ভার্সিটিতে আসে। তখন এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় তিনি চীনে পড়াশোনার সুযোগ পান।

এ সুযোগ কাজে লাগিয়ে তিনি শেন ইয়াং ইউনিভার্সিটি অব কেমিক্যাল টেকনোলজিতে গিয়ে ব্যাচেলর ডিগ্রির বাকি অংশ শেষ করেন। তারপর ইউনিভার্সিটি অব ইলেক্ট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না থেকে মাস্টার্স শেষ করেন। এমনকি ওই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।

আলতাব হোসেন এখন সেই বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। সেখানে গবেষণার পাশাপাশি বাংলাদেশের একটি বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানের ‘গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী’ এবং চায়না অফিসের প্রধান প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

স্মার্ট চায়না শিক্ষক প্লাটফর্মের প্রোগ্রামে বাংলা সংস্করণ যোগ করার পরিকল্পনা রয়েছে তার। যাতে বাংলাদেশিরা খুব সহজে চায়না ভাষা শিখতে পারে। এ প্রোগ্রামকে আরও আপডেট করে নতুন প্রোগ্রাম যোগ করে বিশ্বের বুকে সবার হাতে হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে এ গবেষকের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি