রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মাস্ক পরিধান না করলে জরিমানা সহ হতে পারে জেলও


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

আবারও বাড়ছে মহামারী করোনাভাইরাসের প্রকটতা। কিন্তু সে হারে মানুষের মধ্যে নেই সচেতনতা। আইনানুক ব্যাবস্থা নিয়েও ব্যস্ত জনগনকে মাস্ক, সেনিটাইজার ব্যবহারে উদ্ভূদ্ধ করা সম্ভব হচ্ছে না। তাই নতুন আইন জারি করা হয়েছে, সারাদেশে শহর বা গ্রামে যেকোন জায়গায় ঘরের বাইরে মাস্ক ছাড়া বের হলে জরিমানা করা হবে। এতেও লোকজন সতর্ক না হলে ভ্রাম্যমাণ আদালত সাজা দেবে, যেতে হতে পারে কারাগারে। এমন সতর্কতা এসেছে সরকারের পক্ষ থেকে।

সোমবার (৩০নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেন, সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শক্ত অবস্থানে সরকার। ইতিমধ্যে সংশ্লিষ্টদের ‘কঠোর অবস্থানে’ যাওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগেই আমরা বলেছি– এ সপ্তাহ থেকে আরেকটু স্ট্রং অ্যাকশনে যাব। আমার মনে হয় মাস্ক ব্যবহারে ঢাকার বাইরে কিছুটা ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ডিসিরা বলছেন, জেলা সদরে মানুষ মোটামুটি সতর্ক হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সর্বোচ্চ শাস্তি হিসেবে জেলে যেতে হবে, লোকজন যদি সতর্ক না হয় আর কি করা যাবে। আমরা তো ঝুঁকি নিতে পারি না, আমাদের যতটুকু সম্ভব করতে হবে, আমরা বলে দিয়েছি।’

তিনি বলেন, কেউ মাস্ক না পরে বাইরে এলে জরিমানা করা হবে। ফাইন দিতে হবে ৫০০ টাকা। এখন থেকে ম্যাক্সিমাম ফাইন করা হবে। এতেও কাজ না হলে আমরা আরও ইনস্ট্রাকশন দেব, বলেছি সর্বোচ্চ জরিমানা করতে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি