রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শিক্ষার্থীদের ফলাফল আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০২০


ডেস্ক রিপোর্টঃ

সেশন ফি সহ বিভিন্নখাত দেখিয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁর এক বিদ্যালয়ের বিরুদ্ধে।
করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকার পরও এত অতিরিক্ত অর্থ নেয়ার কারন বুঝতে না পারছে না শিক্ষার্থী ও অভিভাবকেরা।

শিক্ষার্থীদের অভিযোগ, টাকা না দেওয়ায় ফলাফল আটকে রেখে হয়রানি করা হচ্ছে তাদের। শিক্ষা কর্মকর্তা বলছেন, নিয়মবহির্ভুত অর্থ নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।

সেশন ফি সহ নানা খাত দেখিয়ে দাবি করা টাকার জন্য শিক্ষকদের রুঢ় আচরণের কথা সোমবার (০৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় চত্বরে জানিয়েছে ওই বিদ্যালয়ের দুই শিক্ষার্থী আসমাউল ও শিহাব।

নওগাঁ সদর উপজেলার বাচারীগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরেই জমা দেওয়া অ্যাসাইনমেন্টের ফলাফল জানার জন্য বিদ্যালয়ে এসে ওই দুই শিক্ষার্থীর মতো ঘুরছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত এ বিদ্যালয়ে মোট ২শ ৯৪ জন শিক্ষার্থী পড়াশোনা করে।

বিভিন্নখাত দেখিয়ে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৮শ’ থেকে ১ হাজার টাকা দাবি করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগ, করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকার পরও বড় হিসাব দেখিয়ে টাকা দাবি করা হচ্ছে। আর টাকা না দেওয়ায় ফলাফল আটকে দিয়ে হয়রানি করা হচ্ছে শিক্ষার্থীদের।

৯ম শ্রেণির ছাত্র মারুফ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, যারা উপবৃত্তি পায় তাদের কাছ থেকেও সেশন ফি সহ টাকা দাবি করা হয়েছে। আমরা দাবি করছি, এবার করোনার কারণে সবার আর্থিক অবস্থা খারাপ তার পরও শিক্ষকরা চাপ দিচ্ছে টাকা না দিলে ছাত্রদের পাস করানো হবে না বলে ভয় দেখাচ্ছে।

এ বিষয়ে নওগাঁ বক্তারপুর ইউনিয়নের ৭ নং নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান বলেন, আমরা বারবার বলে আসছি, আমাদের এলাকার মানুষ দরিদ্র। যারা টাকা দেওয়ার সামর্থ্য রাখে না, তাদের কাছ থেকে টাকা না নেওয়ার কথা বলছি। কিন্তু তারা টাকা নিচ্ছেই।

তবে প্রধান শিক্ষক মো. ওয়াহেদুর রহমান লিটনের দাবি, নীতিমালার ভিত্তিতেই অর্থ নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা ৮ মাসের বেতন সহ আনুষঙ্গিক ৮শ’ টাকা নিচ্ছি। তবে এখন পর্যন্ত অর্ধেক শিক্ষার্থী টাকা দেয়নি।

নওগাঁ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়াসিউর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে যদি নিয়মের বাইরে অর্থ নেওয়া হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি