রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশি ওষুধের চাহিদা বাড়ছে বিশ্ব বাজারে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের প্রস্তুতকৃত ওষুধ বিশ্বের ১৪৮টি রাষ্ট্রের রপ্তানি করা হচ্ছে। দিন দিন বিশ্ব বাজারে বাংলাদেশি ওষুধের চাহিদা বাড়ছে। এর মূল কারণ দেশীয় প্রতিষ্ঠানগুলোতে উৎকৃষ্টমানের ওষুধ প্রস্তুত করা হচ্ছে। গতকাল সোমবার (০৭ ডিসেম্বর) রাজধানীর নীলক্ষেতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া দেশের কোথাও কোনও ধরনের এন্টিবায়োটিক ওষুধ বিক্রি করা যাবে না।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ঔষধ প্রশাসন আগামী দুবছরের মধ্যে দেশের সকল ওষুধ ফার্মেসিকে মডেল ফার্মেসি অথবা মডেল মেডিসিন শপে পরিণত করার সরকারি উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। ওষুধের গুণগত মান বজায় রেখে সঠিক পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মডেল ফার্মেসি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, তাপমাত্রার হেরফের হলে অনেক ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই ফার্মেসিগুলোর পরিবেশ আন্তর্জাতিকমানে উন্নীত করার প্রতি দৃষ্টি দিয়েছে ওষুধ প্রশাসন। তারই অংশ হিসেবে মডেল ফার্মেসি বা মডেল মেডিসিন শপ প্রতিষ্ঠাকে উৎসাহিত করা হচ্ছে বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি