রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দফতরি পদে নিয়োগবঞ্চিত হওয়াই গাছে বেঁধে নির্যাতন করেছে ১ যুবক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের দফতরি পদে নিয়োগবঞ্চিত হওয়ার ক্ষোভে নিয়োগপ্রাপ্ত দফতরিকে গাছে বেঁধে নির্যাতন করেছে এক যুবক।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার মুক্তাখাই প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে।

এ ঘটনায় সোমবার দফতরি মো. তোফায়েল আহমদ বাদী হয়ে মুক্তাখাই গ্রামের মনোয়ার আলীর ছেলে শাহনুর মিয়ার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, মুক্তাখাই গ্রামের মো. তোফায়েল আহমদ ২০১৪ সালে মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি পদে নিয়োগ পান। একই পদপ্রত্যাশী শাহনুর মিয়ার চাকরি না হওয়ায় তোফায়েলের প্রতি ক্ষুব্ধ হন। নানাভাবে হয়রানির চেষ্টা করেন নিয়োগপ্রাপ্ত দফতরিকে।

রোববার বেলা ১১টার দিকে আকস্মিক বিদ্যালয়ে ঢুকে তোফায়েলকে জাপটে ধরে টেনেহিঁচড়ে নিচে নিয়ে যায় শাহনুর। পরে তোফায়েলকে বিদ্যালয়ের সামনে গাছের গোড়ার সঙ্গে রশি দিয়ে বেঁধে চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করতে থাকে। এ সময় ‘টাকা এক লাখ, টাকা এক লাখ’ বলে চিৎকার করতে থাকে নির্যাতনকারী শাহনুর।

এদিকে তোফায়েলের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় শাহনুরের কবল থেকে দফতরি তোফায়েলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মামলার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, নির্যাতিত দফতরির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি