বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সুপ্রিম কোর্টকে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার আহ্বান জানালেন ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০২০

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টকে নির্বাচনে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প গতকাল বৃহস্পতিবার টুইটার ও ফেসবুক পোস্টে এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ আদালতের প্রতি এমন আহ্বান জানালেন।

প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ উত্থাপন করে ট্রাম্প বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতির নির্বাচনের পর সুপ্রিম কোর্টের কাছে দেশকে রক্ষা করার সুযোগ এসেছে। এদিকে, টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের মামলার জবাব দিয়েছে চার অঙ্গরাজ্য। জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যের দেওয়া জবাব ট্রাম্পের পক্ষে যায়নি।

জবাবে চার অঙ্গরাজ্য টেক্সাসের অ্যাটর্নি জেনারেলও ট্রাম্পের নির্বাচনে কারচুপি-সংক্রান্ত দাবিকে ভুয়া-ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এমন ভিত্তিহীন মামলা খারিজ করার জন্য তাঁরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যই ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করেছে। এই ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ তুলে এ পর্যন্ত অর্ধশত মামলা করেছেন। তার মধ্যে ৩০টির মতো মামলা খারিজ হয়ে গেছে।

পেনসিলভানিয়া নিয়ে ট্রাম্পের করা এমন এক মামলা সুপ্রিম কোর্টেও খারিজ হয়েছে। কোথাও নিজের মিথ্যা দাবি নিয়ে এখন পর্যন্ত দাঁড়াতে পারেননি ট্রাম্প। তবুও তিনি তাঁর জয় হবে বলে হুংকার দিয়ে চলছেন।

সম্প্রতি টেক্সাসের অ্যাটর্নি জেনারেল বাদী হয়ে সুপ্রিম কোর্টে চারটি অঙ্গরাজ্যের ভোট বাতিলের আবেদন জানান। এই মামলায় নির্বাচনে কারচুপির অভিযোগ নেই। মামলার আবেদনে বলা হয়েছে, ডাকযোগে ভোট গ্রহণের মাধ্যমে জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্য তাদের নির্বাচনী আইন লঙ্ঘন করেছে। এই চার অঙ্গরাজ্যের নির্বাচনের ফলাফল স্থগিত রাখার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টকে পূর্ণ শুনানি গ্রহণের জন্য আরজি জানানো হয়েছে।

কোনো অঙ্গরাজ্য বাদী হয়ে অন্য অঙ্গরাজ্যের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের আবেদন জানালে সুপ্রিম কোর্টের তা আমলে নেওয়ার সুযোগ আছে। অন্য অঙ্গরাজ্যের কারণে অধিকার খর্ব হয়েছে বলে টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের মামলা গ্রহণের আগে সুপ্রিম কোর্ট বিবাদী অঙ্গরাজ্য চারটিকে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেন। পরে তারা জবাব দেয়।

জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্য থেকে দেওয়া জবাবে বলা হয়, টেক্সাস অঙ্গরাজ্যের ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এমন অমূলক মামলা খারিজ করার জন্য চার অঙ্গরাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। চার অঙ্গরাজ্যের জবাব ও টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের আবেদন পর্যালোচনা করে সুপ্রিম কোর্ট মামলাটি পূর্ণ শুনানির জন্য গ্রহণ বা খারিজ করতে পারেন। এই সিদ্ধান্ত দ্রুত হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প সুপ্রিম কোর্টে আবেদন করে টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন। রিপাবলিকান দলের শতাধিক আইনপ্রণেতাও এই মামলায় ট্রাম্পের পক্ষে যোগ দেওয়ার আবেদন করেছেন।

অন্য ডজনখানেক রিপাবলিকান অঙ্গরাজ্যও এই মামলায় ট্রাম্পের পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন জানিয়েছে। সংবিধান বিশেষজ্ঞ ও আইনের সাবেক অধ্যাপক সিনেটর ক্রুজকে এই মামলায় ট্রাম্পের পক্ষে শুনানিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। চার অঙ্গরাজ্যের নির্বাচনের ফলাফল বাতিল করে অঙ্গরাজ্য আইনসভাকে ইলেকটোরাল ভোটের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আদেশ সুপ্রিম কোর্টের কাছ থেকে কামনা করছে ট্রাম্প শিবির।

ইলেকটোরাল ভোটের সিদ্ধান্ত অঙ্গরাজ্য আইনপ্রণেতাদের হাতে দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। আইন বিশ্লেষকেরা বলছেন, এমন প্রক্রিয়া অসম্ভব না। তবে সুপ্রিম কোর্ট এমন দীর্ঘ প্রক্রিয়ায় যাবেন বলে মনে হয় না। ১৪ ডিসেম্বর অঙ্গরাজ্য ইলেকটোরাল কলেজের আনুষ্ঠানিকভাবে প্রতিটি অঙ্গরাজ্যে ভোট প্রদানের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সুপ্রিম কোর্টে এমন মামলা আগে হয়নি। সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির মধ্যে এখন ৬ জনই রক্ষণশীল বলে পরিচিত। নির্বাচনের ঠিক আগে আগে প্রেসিডেন্ট ট্রাম্প সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে নিয়োগ দেন। ট্রাম্পের প্রত্যাশা, তিনি সুপ্রিম কোর্টে সুবিধা পাবেন।

ভোটের ফলাফল পাল্টে দিয়ে আরও চার বছর হোয়াইট হাউসে থেকে যাওয়ার আবদার জানিয়ে আসছেন ট্রাম্প।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি