রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » তিনদিন পর ফেরত দিল বিএসএফ-এর গুলিতে মারা যাওয়া বাংলাদেশি যুবকের লাশ


তিনদিন পর ফেরত দিল বিএসএফ-এর গুলিতে মারা যাওয়া বাংলাদেশি যুবকের লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ওপারে গুলি করে মারার তিনদিন পর বাংলাদেশি যুবক জাহিদুল ইসলামের (২০) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

নিহত জাহিদুল উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের দুলালের ছেলে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টায় দিকে শ্রীরামপুর সীমান্তে ৮৫২নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় জাহিদুলের লাশ তার বাবা দুলাল হোসেনের কাছে হস্তান্তর করেন ভারতীয় মেখলিগঞ্জ সদর থানা পুলিশ।

এ সময় ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমারের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাণীনগর ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও মেকলিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ওপারে ভারতের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, শুক্রবার দুই দেশের প্রশাসনের উপস্থিতিতে ভারতীয় থানা পুলিশ নিহতের বাবার কাছে লাশ হস্তান্তর করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি