শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জনমানব পূর্ণ সমুদ্র তীরে মাস্ক না পরায় চিলির প্রেসিডেন্টকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০২০


ডেস্ক রিপোর্টঃ

চলতি মাসের শুরুতেই চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার হ্যাট ও সানগ্লাস পরিহিত হাস্যোজ্জ্বল একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আপাতদৃষ্টিতে ছবিটি দেখতে স্বাভাবিক মনে হলেও ভাইরাল হওয়া এই ছবির জেরেই প্রেসিডেন্টকে গুনতে হয় ৩ হাজার ৫০০ ডলার জরিমানা।

জরিমানার কারণ হলো স্বাস্থ্যবিধি লঙ্ঘন, মাস্ক ছাড়াই ছবি তোলার কারণেই প্রেসিডেন্টকে জরিমানা করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

প্রতিনিয়ত করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকা দেশটিতে জনসম্মুখে মাস্ক পড়ার ব্যাপারে কড়া নিয়ম জারি করা হয়েছে। নিয়ম ভঙ্গে জরিমানা, এমনকি কিছুক্ষেত্রে কারাদন্ডের বিধানও আছে। দেশটিতে এপর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা প্রায় ৬ লাখ, আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬ হাজারেরও বেশি।

সমুদ্রসৈকত তীরবর্তী শহর কাচাগুয়ায় প্রেসিডেন্টের নিজ বাড়ির পাশে হাঁটতে বের হলে এক পথচারীর অনুরোধে তিনি তার সাথে ছবি তোলেন। পরবর্তীতে মাস্ক না পরে ছবি তোলা উচিৎ হয়নি বলে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি