রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘ছোটবেলা থেকে যাকে বাবার মতো দেখতাম, তার মুখ থেকে কু-প্রস্তাব’


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

প্রাক্তন ছাত্রীকে প্রেম ও কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার একটি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রাজিব চক্রবর্তীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনা তদন্তে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতউল্লাহকে নিদের্শ দেওয়া হয়েছে। গত রোববার ওই শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার উদ্দিন শামিম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার প্রাক্তন এক ছাত্রী তার ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেন, তিনি তার ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে স্কুলে যান। স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকায় তিনি তা উপভোগ করেন। এ সময় সহকারী শিক্ষক রাজিব চক্রবর্তী তাকে ডেকে পাঠান। ওই ছাত্রী রাজীব চক্রবর্তীর কাছে গেলে তাকে নানা কথা বলার ছলে প্রেমের প্রস্তাব এবং কু-প্রস্তাব দেন।

ওই প্রাক্তন ছাত্রী তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ছোটবেলায় যাকে আমি বাবার মতো দেখতাম তার মুখ থেকে এমন কুরুচিপূর্ণ প্রস্তাব পাওয়ায় আমি বিস্মিত হই। আমার বিন্দুমাত্র ধারণা ছিল না আমাকে এমন পরিস্থিতির শিকার হতে হবে। কথাগুলো শুনছিলাম আর আমার মনে হচ্ছিল যেন কোনো রূপকথার গল্প অথবা ওই শিক্ষকের মানসিক বিকৃতি ঘটেছে।’

তিনি আরও লেখেন, ‘আমার মতো কোনো ছাত্রী যেন দুঃশ্চরিত্রের অধিকারী ওই শিক্ষকের শিকার না হয় সে জন্য বাবা-মাসহ সকলকে সতর্ক করতেই এভাবে পোস্ট দিলাম।’

এদিকে তার এই পোস্ট নিয়ে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিকে গত শনিবার ওই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ সহকারী শিক্ষক রাজিব চক্রবর্তীকে সাময়িকভাবে বরখাস্ত করে ঘটনা তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে শিক্ষক রাজিব চক্রবর্তী বলেন, ‘কেউ আমাকে ষড়যন্ত্র করে মিথ্যা প্রেম ও কু-প্রস্তাবের অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছে। আমি এমন কাজ করিনি। ওই ছাত্রীকে দিয়ে কে বা কারা ফেসবুকে এমন পোস্ট দিয়েছে। তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি