রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বড়দিন উপলক্ষে কোনো হুমকি নেই, ৪ স্তরের নিরাপত্তা: ডিএমপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০২০

ডেস্ক রিপোর্ট:

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের ফাদারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘এই উৎসবকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই এবং চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তায় ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়ন রয়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘সিটি এসবি থেকে গোপন তথ্য সংগ্রহ করার জন্য তাদের নিজস্ব লোক আছে। এ ছাড়া সিসিটিভি দিয়ে মনিটরিং করার ব্যবস্থা রয়েছে। সাইবার ওয়ার্ল্ডে কোনো ধরনের চক্রান্ত হচ্ছে কিনা, এটা মনিটরিং করার জন্য সাইবার পেট্রোলিং অব্যাহত আছে।’

শফিকুল ইসলাম বলেন, ‘খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের উৎসব এবার বিশেষ পরিস্থিতির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সব জায়গায় পালন করা হচ্ছে। ঢাকা মহানগরীর ৬৬টি গির্জায় বড়দিনের উৎসব পালিত হওয়ার কথা।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা আছে এটি সম্পর্কে ফাদারদের অবগত করা হয়েছে। যদি কোথাও কোনো সমস্যা থাকে, তাহলে কাকে জানাবে, কোথায় সাহায্য চাওয়া হবে এ বিষয়গুলো নিয়ে ফাদারদের সঙ্গে আলোচনার করা হয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি