বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ায় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বরুড়ার পৌর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলাম।

এ সময় মেসার্স রাধুনী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, মেসার্স জননী মেডিকেল হলকে ৫ হাজার টাকা, দারুস সালাম হোটেলকে ৮ হাজার টাকা, যমুনা স্টোরকে ৬ হাজার টাকা ও পদ্মা মেডিকেল হলকে ৫ হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।

উক্ত অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের সদস্য, বাজার ব্যবসায়ী সমিতি ও এসআই ওয়াহেদের নেতৃত্বে বরুড়া থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি