সাদিয়া জান্নাত (ছদ্মনাম)। বয়স ১২ বছর। তার স্বপ্ন নায়িকা হওয়ার। কিন্তু বাবা-মা বলেন, নায়িকা হওয়া যাবে না। এ নিয়ে অভিমানের জেরে সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকার বাসা থেকে কাউকে কিছু না বলে চলে যায় সে।
বিষয়টি নিয়ে পাহাড়তলী থানায় আসে সাদিয়ার পরিবার। এরপর পুলিশ বাসা থেকে ওই কিশোরী যে পথ দিয়ে গেছে সেগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার শুরু করে এবং বিভিন্ন সূত্র ধরে যোগাযোগ করতে থাকে।
পুলিশ জানায়, এক পর্যায়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে ওই কিশোরীর অবস্থান খুলশী থানার ওয়ারলেস ২ নম্বর কলোনী এলাকার ইয়াসমিন নামে এক গার্মেন্টস কর্মীর বাসায় বলে জানা যায়। সঙ্গে সঙ্গে সেখান থেকে মিথিলাকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয় পুলিশ।
এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, গত সোমবার নিখোঁজের পর পুলিশি তৎপরতায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।