শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » চলমান ধ্বংসজজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পল পগবা-আমাদ দায়ালো


চলমান ধ্বংসজজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পল পগবা-আমাদ দায়ালো


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০২১

স্পোর্টস ডেস্কঃ

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন থামাতে শুরু থেকেই সরব বিশ্ব ফুটবল তারকারা। তারা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় এবার খেলা শেষে মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ দায়ালো।

মৌসুমের শেষ হোম ম্যাচের খেলা শেষে খেলোয়াররা মাঠ প্রদক্ষিণ করার সময় ম্যানচেস্টারের এক ভক্ত পগবাকে এই পতাকাটি দেন। এরপর তিনি এবং আমাদ দায়ালো সেটি ওড়ান।

চলমান প্রিমিয়ার লিগে স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মে) ফুলহামের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়।

এর আগে এক টুইটে পগবা বলেছিলেন, ‘পৃথিবীর প্রয়োজন শান্তি ও ভালোবাসা। অতি দ্রুত সহায়তা পৌঁছাবে। সবাইকে একে অপরকে ভালোবাসতে হবে।’

ওই টুইটে ফিলিস্তিনিদের জন্য দোয়াও চেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি