বৃহস্পতিবার,১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মোবাইল বিক্রি করতে গিয়ে ধরা ৩ বন্ধু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

সাভারের আশুলিয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে তারই তিন বন্ধু। পরে নিহতের মোবাইল ফোন বিক্রি করতে গেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে বুধবার রাতে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গত ২৩ মে আশুলিয়ার কাঠগড়া এলাকায় আল আমিন নামের (২০) এক যুবককে ভাড়া ঘরে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তিন বন্ধু সোহেল, আবদুল আলীম ও জিহাদ। পরে তারা ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনায় পুলিশ থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করে। পরে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে নিহত ওই যুবকের মোবাইল ফোন গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি দোকানে বিক্রি হচ্ছে। খবর পেয়ে অভিযান পরিচালনা করে তিন হত্যাকারীকে হাতেনাতে আটক করে।

আটকদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত যুবক ও আটক তিনজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। চার বন্ধুর মধ্যে সোহেল নামের এক যুবক নিহত আল আমিনের কাছ থেকে ৯০ হাজার টাকা ধার নেন। পরে সেই ধারের টাকা চাইলে তিন বন্ধু মিলে আল আমিনকে হত্যার পরিকল্পনা করেন। এর জের ধরে গত ২৩ মে কাঠগড়া এলাকায় পুলিশের সোর্স পরিচয় দিয়ে চার বন্ধু মিলে একটি বাড়িতে রুম ভাড়া নিয়ে আল আমিনকে হত্যা করে পালিয়ে যায়। আটক তিন বন্ধুর নামে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি